ফাইনালেও মেসিকে নিয়ে শঙ্কা
লিওনেল মেসি/ফাইল ছবি
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অধিনায়ক লিওনেল মেসিকে পায়নি বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্থানীয় সময় রোববার ফাইনালটিতে তাকে পাওয়া নিয়েও জেগেছে শঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে শুক্রবারও অনুশীলনে ফিরেননি মেসি।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর বৃহস্পতিবার বিশ্রাম পেয়েছিল দল। এরপর শুক্রবারে নিজেদের অনুশীলন মাঠ সিউতাত এস্পোর্তিভা হোয়ান গ্যাম্পারে অনুশীলনে ফিরেছে দলটি। তবে এ অনুশীলনে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে পাননি কোচ কোম্যান।
বিজ্ঞাপন
চলতি মৌসুমে চোট বেশ ভোগাচ্ছে মেসিকে, যদিও চোটগুলো বড় কিছু নয় মোটেও। আসছে জুনে ৩৫ এ পা দিতে যাওয়া আর্জেন্টাইন এই তারকা গেল ডিসেম্বরের শেষদিকেও চোটের কবলে পড়েছিলেন। যে কারণে এসডি এইবার এর বিপক্ষেও মাঠে নামতে পারেননি।
এরপরই অবশ্য চোট কাটিয়ে মাঠে ফেরেন তিনি, দুই ম্যাচে চারটি গোলও করেন। গেতাফের বিপক্ষে প্রথমার্ধে পাওয়া চোটের কারণে দ্বিতীয় ম্যাচটির ৬০তম মিনিটে তাকে তুলে নেন কোচ কোম্যান। শুরুতে একে বড় চোট হিসেবে না দেখলেও পরে দেখা যায় সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি বার্সা অধিনায়ক। এখন শঙ্কা জাগছে ফাইনালে খেলা নিয়েও।
বিজ্ঞাপন
তবে মেসির সেরে ওঠাটাকে দারুণ প্রাধান্য দিয়েই কাজ করছে বার্সেলোনার মেডিক্যাল দল। স্থানীয় ক্রীড়াদৈনিক মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, পুরোপুরি ম্যাচ ফিট না হলেও সেভিলে অনুষ্ঠেয় ফাইনালের স্কোয়াডে দেখা যেতে পারে তার নাম, প্রয়োজন পড়লে মাঠেও নামবেন মেসি।
মেসিকে নিয়ে শঙ্কা আছে। এ অবস্থায় স্কোয়াডের আরও খেলোয়াড় হারালে দারুণ বিপদেই পড়তে হবে বার্সাকে। চলতি মাসেই সুপার কাপের লড়াই শেষে দল খেলবে কোপা দেল রে ও লা লিগার ম্যাচগুলোতে। সে ম্যাচগুলোর কথা মাথায় রেখেই বার্সার ডাচ কোচ দলকে অনুশীলন করাচ্ছেন বেশ বুঝেশুনে।
শুক্রবার যেমন পুরো দলকে পূর্ণমাত্রার অনুশীলন করাননি। যারা সেমিফাইনালে খেলেছে তাদের জন্যে ভারী অনুশীলনে ছিল নিষেধাজ্ঞা। আর যারা বেঞ্চে ছিলেন, কিংবা খেলেননি তাদেরকে দিয়ে ভারী অনুশীলন কাজ চলেছে বার্সার। দৈব দুর্বিপাক এসে পড়লে তা মোকাবিলায় প্রস্তুত রাখছেন বি দলের খেলোয়াড়দেরও। শুক্রবারের অনুশীলনেও তাই ছিল বি দলের খেলোয়াড়দের উপস্থিতি, জানাচ্ছে মুন্দো দেপোর্তিভো।
এনইউ