লন্ডন প্রবাসী হবেন ফুটবলার তখলিস!
ছবি : সংগৃহীত
সারা বিশ্বের মধ্যে ইংল্যান্ডের লন্ডনে এখন করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। সেই লন্ডনেই যাচ্ছেন শেখ রাসেলের অ্যাটাকিং মিডফিল্ডার তখলিস আহমেদ। ২০ জানুয়ারি লন্ডন গিয়ে ১০ ফেব্রুয়ারি ফেরার কথা তার।
লন্ডনে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তখলিস বলেন, ‘আমার স্ত্রী ও পরিবারের অনেকেই লন্ডনে থাকেন। স্পাউস ভিসা পেয়েছি। কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। এর মধ্যে অন্যতম আমার ইংল্যান্ডে একটি সোশ্যাল কার্ড করতে হবে। এজন্যই মূলত যাওয়া।’
তখলিসের বাড়ি সিলেট। সিলেটের অনেকেই লন্ডন থাকেন। মোহামেডানে খেলা ওয়াহেদ আহমেদ এখন লন্ডন প্রবাসী। তখলিসও লন্ডন প্রবাসী হতে পারেন এমন আভাসই দিলেন, ‘আমি এখনো আরো বেশ কিছুদিন ফুটবল খেলতে চাই। তবে আমি লন্ডনে যাওয়া আসার মধ্যে থাকবো। ভবিষ্যতে কি হয় বলা যায় না।’
জাতীয় দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সময় বেশ আলোচিত ফুটবলার ছিলেন তখলিস আহমেদ। জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে দুই-তিনটি গোলও করেছিলেন। এরপর অনেকটা ছন্দ হারিয়েছেন। ইনজুরি-অফ ফর্ম মিলিয়ে আলোচনার বাইরে ছিলেন।
এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেলের হয়ে খেলছেন। ফেডারেশন কাপে একটি গোলও করেছেন। রেফারির সাথে বাজে ব্যবহার করায় লিগের প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ রয়েছেন। লিগ চলার পথে তখলিসের লন্ডন যাত্রা নিয়ে কিছুটা শঙ্কিত কোচ সাইফুল বারী টিটু।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সে আমাদের দলের অন্যতম খেলোয়াড়। লন্ডন থেকে ফেরার পরে তাকে কোয়ারেন্টাইন করতে হবে। সব মিলিয়ে আমরা তাকে ৫-৬ টি ম্যাচ পাচ্ছি না। যে গুরুত্বপূর্ণ কাজে লন্ডন যাচ্ছে, সেটাতে বাধাও দেয়া যাচ্ছে না।’
এজেড/এমএইচ
বিজ্ঞাপন