জুভেন্তাস থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ তারকাকে বরণ করে নিতে প্রস্তত দলটির ফুটবলাররা। ম্যানচেস্টোর ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়ার কাছে রোনালদোর ফিরে আসাটা স্বপ্নের মতো।
 
ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন রোনালদো। যদিও তাকে ক্লাবটির জার্সিতে দেখতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। জাতীয় দলের হয়ে খেলতে কেরিংটন যাবেন তিনি। আন্তর্জাতিক বিরতি শেষে ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন তিনি।
  
রোনালদোর ম্যান ইউতে ফেরা নিয়ে ডেভিড দি গিয়া স্কাই স্পোর্টসকে বলেন, ‘ম্যান ইউ ভক্ত ও আমাদের জন্য রোনালদোর ফিরে আসাটা স্বপ্নের মতো, তাকে ফিরে পেয়ে আমরা উচ্ছ্বসিত। আশা করি সে বিশেষ কিছু নিয়ে আসবে এবং দলকে আরও পরিপূর্ণ করে তুলবে।’
    
এই ব্যাপারে দলটির আরেক তারকা পল পগবা বলেন, ‘সবাই ইতোমধ্যে জানে রোনালদো এই ক্লাবের একজন কিংবদন্তি ফুটবলার। তার পুনরায় ফিরে আসা অবশ্যই আমাদের ও ক্লাবের জন্য বড় পাওয়া। সে তার অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে যখন আসবে তখন খেলার মান এগিয়ে যাবে, আমরা অনেক আনন্দিত।’
   
রোনালদোর এক সময়ের সতীর্থ ও ম্যান ইউর বর্তমান কোচ শোলসার বলেন, ‘আশা করছি খুব শিগগিরই আমরা রোনালদোকে সাথে পাবো। ঘরের মাঠে পরবর্তী ম্যাচ নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১১ই সেপ্টেম্বর সে খেলতে পারবে বলে আশা করি।’

এমএফ/এমএইচ