ছবি : সংগৃহীত

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলছে। শীতে এ রোগ আরও বেশি ভয়ানক। বাংলাদেশে চলমান শীতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এরই মধ্যে ফেডারেশন কাপ শুরু হচ্ছে। রোববার টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে ঘুরে ফিরে করোনা ইস্যুতেই বেশি আলোচনা হয়েছে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই খেলাধুলা পরিচালনা করব। ক্লাবগুলোকে সেই ভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।’ 

২২ ডিসেম্বর শুরু হচ্ছে ফেডারেশন কাপ। এর আগে ফেডারেশনের নিজস্ব উদ্যোগে করোনা পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন মুর্শেদী, ‘ক্লাবগুলো টুর্নামেন্ট শুরুর আগে পরীক্ষা করাবে। পরীক্ষা করানোর সময় কোনো প্রয়োজন পড়লে আমরা সহায়তা করব।’ 

টুর্নামেন্ট শুরুর আগে ক্লাবগুলো নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করালেও শুরুর পর দায়িত্বটা আবারো ক্লাব ও ফুটবলারদের দিকে দেন তিনি, ‘ফুটবলারদের সুরক্ষার বিষয়টি ক্লাবকেই দেখতে হবে। খেলোয়াড়দের আবাসন,অনুশীলনের পরিবেশগুলোও তাদের দেখতে হবে। আর ফুটবলাররা সবাই পরিপক্ব। ফুটবলের মাধ্যমে তারা অর্থ পাচ্ছেন, সুতরাং নিজেদের নিরাপদ রাখার দায়িত্ব তাদেরও।’ 

গত মাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনেক সতর্কতার মধ্যেও জাতীয় দলের কোচ জেমি ডে করোনায় পজিটিভ হয়েছিলেন। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া কাতারে গিয়ে পজিটিভ হয়েছেন। এই দুইটি ঘটনায় অবশ্য বাফুফে তেমন বিচলিত নয়, ‘বিশ্বেই বড় ক্লাবগুলোর অনেক ফুটবলার আক্রান্ত হচ্ছেন। এর মধ্যেও খেলা চলছে। আমাদেরও সেই চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে।’ বলেন সালাম মুর্শেদী। 

বাফুফের একটি মেডিকেল কমিটি রয়েছে। মেডিকেল কমিটির করোনা ইস্যুতে ক্লাব ও ফুটবলারদের নির্দেশনা থাকবেন কিনা এই প্রসঙ্গে বাফুফের অন্যতম এই শীর্ষ কর্তা বলেন,‘মেডিকেল কমিটি তৎপর থাকবে এই টুর্নামেন্টে। প্রয়োজনে ক্লাবে ক্লাবে আমাদের মেডিকেল কমিটি যাবে।’

এজেড/এমএইচ