ব্রাজিলের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাই তো বটেই, সর্বশেষ ২১ ম্যাচে হারেনি আর্জেন্টিনা। এর মধ্যে ২৮ বছর পর ঘরে তুলেছে কোপা আমেরিকার শিরোপাও। ফাইনালে হারিয়েছে ব্রাজিলকে। তাদের বিপক্ষে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
এই ম্যাচে বেশ শক্তিশালী একাদশই সাজিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের একাদশই ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচেও খেলাবেন কোচ লিওনেল স্ক্যালোনি।
বিজ্ঞাপন
আছেন ভেনেজুয়েলার বিপক্ষে হালকা চোট পাওয়া মেসিও। যদিও ভয়াবহ ফাউলের শিকার হওয়ার পরও ওই ম্যাচে খেলা চালিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই তাকে নিয়ে তেমন শঙ্কা এমনিতেও ছিল না।
বর্তমানে চার জয় আর তিন ড্রয়ে আর্জেন্টিনার সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচ খেলে সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে আছে ব্রাজিল। তাদের পরের অবস্থানেই আছেন লিওনেল মেসিরা।
বিজ্ঞাপন
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, মন্তিয়েল, রোমেরো, ওটামেন্ডি, আকুনা;
ডি মারিয়া, ডি পল, পারেদেস, লো সেলসো;
মেসি, লাওতারো মার্টিনেজ
এমএইচ/ওএফ