ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন পুরস্কার পাঁচ লাখ, রানার্স আপ তিন লাখ। সেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার মাত্র পাঁচ হাজার টাকা। ভুল পড়েননি! দেশের নারীদের সর্বোচ্চ পর্যায়ের লিগে সেরা খেলোয়াড়দের পুরস্কার মাত্র পাঁচ হাজার টাকা। 

সেরা খেলোয়াড় বসুন্ধরা কিংসের তহুরা খাতুন ও সর্বাধিক গোলদাতা সাবিনা খাতুন। সাবিনা খাতুন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। দেশের বাইরে তিনি ভারত ও মালদ্বীপে লীগে খেলেছেন। সেখানে ম্যাচের পুরস্কারই অনেক বেশি আর বাংলাদেশে কিনা মাত্র পাঁচ হাজার টাকা টুর্নামেন্ট সেরা। এই বিষয়ে সাবিনাকে জিজ্ঞেস করলে ফেডারেশনের ভয়ে কোনো উত্তর দেননি। 

নারী ফুটবল লিগে ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। রানার্সআপ হয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি।