স্বাধীনতা সংঘ সদ্য বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠেছে। সেই দলের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন সহকারী কোচ আজিজুর রহমান সোহাগ। সেই সোহাগ আজ (রোববার) দুপুরে স্ট্রোকজনিত কারণে মারা যান। মাত্র ৩৮ বছর বয়সী সোহাগ স্ত্রী ও দুই কন্যা রেখে দুনিয়া ত্যাগ করলেন। 

স্বাধীনতা সংঘের সাধারণ সম্পাদক টুলু তার সহকারী কোচের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ, ‘সে কিছু দিন যাবৎ আর্মির ফুটবল দলকে অনুশীলন করাচ্ছিল। তার পরিবারের মাধ্যমে শুনলাম। সে আজও অনুশীলন করিয়েছে। অনুশীলন থেকে বাসায় ফিরে বলছিল খারাপ লাগছে। বেশি খারাপ বোধ করলে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

উত্তরাস্থ বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে তাকে নেয়া হয়েছিল। আসন্ন প্রিমিয়ার লিগে ক্লাব লাইসেন্সিংয়ের ক্ষেত্রে সোহাগই বড় দায়িত্ব পালন করছিলেন। 

সোহাগ কোচিংয়ে আসার আগে ঘরোয়া ফুটবলে আরামবাগ, ভিক্টোরিয়া, ফকিরাপুল ইয়ংমেন্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। সিনিয়র জাতীয় দলে না খেললেও অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে ছিলেন সোহাগ। সোহাগের আকস্মিক মৃত্যুতে স্বাধীনতা সংঘ, সোনালী অতীত ক্লাব, বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা শোক জানিয়েছে। জানাজা শেষে আজই নিজ জেলা নোয়াখালীতে চিরশায়িত হবেন সোহাগ। 

এজেড/এটি