শততম ম্যাচে রোনালদোর অনন্য রেকর্ড, জয়ের ধারায় জুভেন্তাস
ছবি: সংগৃহীত
জুভেন্তাসের জার্সি গায়ে শততম ম্যাচ, সেটা জোড়া গোল করে রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জেনোয়ার বিপক্ষে দলকে পাইয়ে দিয়েছেন ৩-১ ব্যবধানের জয়, চলতি লিগে প্রথমবারের মতো টানা দ্বিতীয় জয় এটি। তাতে চলতি শতাব্দীর প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগে ৪০০তম জয়ের অনন্য এক মাইলফলক ছুঁয়ে ফেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
প্রতিপক্ষের মাঠে পাওলো দিবালার গোল ৫৭ মিনিটে এগিয়ে দিয়েছিল জুভেন্তাসকে। তবে কোচ আন্দ্রেয়া পিরলোর সে স্বস্তি টিকল কেবল ছয় মিনিট, ৬৩ মিনিটে স্তেফানো স্তুরারোর গোলে সমতা ফেরায় স্বাগতিক জেনোয়া।
বিজ্ঞাপন
চলতি মৌসুমে জুভেন্তাস সিরি’আয় টানা দুটো ম্যাচ জিততে পারেনি এ ম্যাচের আগে। রোববার রাতেও সে শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছিলো বিয়েঙ্কোনেরি শিবিরে। সে শঙ্কা থেকে সফরকারীদের মুক্তি দেন রোনালদো। শেষ ১২ মিনিটে তার দুই পেনাল্টি জয় এনে দিয়েছে সিরি’আ শিরোপাধারীদের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচেও জোড়া গোল পান রোনালদো, সেদিনও দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে।
গড়পড়তা যেমন প্রভাব বিস্তার করেন, রোনালদো এদিনও সেটা ধরে রেখেছিলেন। জুভেন্তাসের জার্সি পরে ১০০তম ম্যাচ বলে কথা! এদিন আরেক রেকর্ডও গড়েছেন রোনালদো যা ইউরোপীয় ফুটবল অন্তত চলতি শতাব্দীতে দেখেনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি জয় তারই ছিলো, এদিনের জয়ে সে সংখ্যাটাকে ৪০০-তে উন্নীত করেন তিনি, যা চলতি শতাব্দীতে অভূতপূর্ব।
বিজ্ঞাপন
তার কাছাকাছিতে অবধারিতভাবেই আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার ঝুলিতে আছে ৩৬৫টি জয়। ৩৫০ জয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন রোনালদোরই সতীর্থ জিয়ানলুইজি বুফন।
ম্যাচটা জুভেন্তাসের হয়ে শততম ম্যাচও ছিলো রোনালদোর। এ ১০০ ম্যাচে পর্তুগীজ তারকা গোল করেছেন ৭৭ টি। তুরিনের বুড়িদের হয়ে প্রথম ১০০ ম্যাচে তার চেয়ে বেশি গোল আছে কেবল আর্জেন্টাইন ক্লাব কিংবদন্তি ওমার সিভোরি (৮৪) ও ফেলিসে বোরেলের (৮০)। সিভোরির একটা রেকর্ডে অবশ্য রোনালদো ইতোমধ্যেই ভাগ বসিয়ে ফেলেছেন। চলতি পঞ্জিকা বর্ষে করে ফেলেছেন ৩১ গোল, আটালান্টা, পার্মা কিংবা ফিওরেন্তিনার বিপক্ষে বাকি তিন ম্যাচে আর একটা গোল করতে পারলেই ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন কিংবদন্তিকে।
জেনোয়ার বিপক্ষে এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে জুভেন্তাস, শীর্ষে থাকা এসি মিলান থেকে পিছিয়ে আছে তিন পয়েন্টে।
এনইউ