সবাইকে অবাক করে দিয়ে গত ১৪ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইয়ং বয়েজের বিপক্ষে হেরে যায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচের ৭২ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ ওলে গানার শোলজার। কিন্তু এ কাজ করে উল্টো নিজের ওপরই যেন বিপদ ডেকে আনেন এই কোচ। সাইডলাইনে এসে কোচ বনে যান খেলোয়াড় রোনালদো।

ম্যাচ হারলেও মাত্র ১৩ মিনিটেই গোল করে ম্যানইউকে এগিয়ে নেন সিআর সেভেন। দ্বিতীয়ার্ধে রাইট ব্যাক অ্যারন ওয়ান বিসাকাকে তুলে নেওয়ার পরপরই দুটো গোল হজম করে খেলা থেকে ছিটকে যায় রেড ডেভিলরা। ম্যাচটি জিততে মরিয়া রোনালদো ডাগআউটে এসে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন সতীর্থদের। শুধু তাই নয় বদলি খেলোয়াড়দেরকেও তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে থাকেন তিনি। 

এমন আচরণের কারণে বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছেন রোনালদো। তবে ফুটবল সংশ্লিষ্টরা ভালো নজরে দেখছেন না তার এই কোচসুলভ আচরণ। ম্যানইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দ সাফ জানিয়ে দিয়েছেন তিনি সমর্থন করছেন না সিআর সেভেনের এমন ভূমিকা। তিনি বলেন, ‘আমি যদি ম্যানেজার হতাম আমি সত্যি বলছি, আমি তাকে বসতে বলতাম।’

প্রিমিয়ার লিগের গ্লোবাল অডিও পার্টনার ‘টক স্পোর্টসের’ মার্টিন কেওন মন্তব্য করেন, ‘তাকে তার ভূমিকা বুঝতে হবে। নিজের জায়গায় বসতে হবে। আশা করি শোলজার ব্যাপারটা দেখবে। সে উৎসাহিত করতে পারে তবে একটি দলে একজনই ম্যানেজার থাকে। আমার মনে হয় না এই জায়গায় স্যার অ্যালেক্স ফার্গুসন থাকলে ব্যাপারটা এত দূর যেত।’

যদিও এবারই প্রথম নয় রোনালদোর এমন কাণ্ড। ২০১৬ সালের ইউরো ফাইনাল চলাকালে তিনি যা করেছিলেন তার সামনে কিছুই নয় এবারের কাণ্ড। সেবার শুরুতেই ইনজুরির ধাক্কায় ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তবে সাইডলাইনে এসেও সতীর্থদের নির্দেশনা দিতে ভুলেননি তিনি। কোচ ফার্নান্দো সান্তোস ও ক্রিশ্চিয়ানো রোনালদো একইসাথে চিৎকার করতে থাকেন মাঠে খেলতে থাকা পর্তুগিজ খেলোয়াড়দের উদ্দেশ্যে।

অতিরিক্ত সময়ে এডার পর্তুগালকে এগিয়ে নিলে আরও বেপরোয়া হয়ে উঠেন রোনালদো। ৬১ বছর বয়সী পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস তাকে থামতে চেষ্টা করলে উত্তেজিত রোনালদো ধাক্কা মেরে বসেন তাকে। সময় গড়ালেও পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারেননি পর্তুগিজ সুপারস্টার।

রেড ডেভিল শিবিরে বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের এমন আচরণ আশা করেনি কেউই। যদিও সান্তোসের মত বাজে অভিজ্ঞতার সম্মুখীন এখনো হতে হয়নি শোলজারকে। তবে প্রচণ্ড আবেগী রোনালদোকে সামলানোর দায়িত্ব এখন শোলজারকে নিতে হবে। 

এআইএ