ঘরোয়া ফুটবলের দলবদল শুরু
ছবি: সংগৃহীত
ঘরোয়া ফুটবলে অনেক গল্প রয়েছে দলবদলের। বিশেষ করে আশি-নব্বইয়ের দশকে দলবদল নিয়ে অনেক মজার মজার ঘটনা রয়েছে। সাম্প্রতিক সময়ে অবশ্য দলবদলে তেমন নাটকীয়তা বা উত্তেজনা না ছড়ালেও একটা উৎসব মুখর পরিবেশ থাকে। চলমান ২০২০-২১ ফুটবল মৌসুম একেবারেই ভিন্নভাবে চলছে। এখনো একজন ফুটবলারকে নিবন্ধিত করায় নি কোনো ক্লাব। আজ বিকেলে বর্তমান লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ ক্লাবের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানা গেছে।
চলমান ফুটবল মৌসুমে দলবদলের শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আজ ১৪ ডিসেম্বর দুপুর পর্যন্ত কোনো ক্লাব একজন ফুটবলারও নিবন্ধন করায়নি। বাফুফের পেশাদার লীগ ম্যানেজার জাবের বিন তাহের আনসারী এক দশক যাবৎ ফুটবলারদের নিবন্ধনের কাজ করছেন। তিনি বলেন, ‘আগের মৌসুমে অনেক ক্লাব আগেভাগেই কয়েকজন ফুটবলার আগে নিবন্ধন করায়। এবার একটু ব্যতিক্রমই।’
বিজ্ঞাপন
এবার ব্যতিক্রম হওয়ার কারণও ব্যাখ্যা দিলেন বাফুফের এই কর্তা, ‘করোনা পরিস্থিতির কারণে গত মৌসুমের প্রায় সব ফুটবলারই আগের ক্লাবের হয়েই নতুন মৌসুম খেলবে। ফলে আক্ষরিক অর্থে দলবদল সেভাবে হচ্ছে না।’
এক ক্লাব থেকে আরেক ক্লাবে যাওয়া ফুটবলারের সংখ্যা কম হলেও করোনার কারণে চুক্তি নিয়ে কিছুটা মারপ্যাচ রয়েছে। এই প্রসঙ্গে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘আমরা ইতোমধ্যে লিগের নিবন্ধন ফরমে খেলোয়াড়দের স্বাক্ষর করিয়েছি। গত মৌসুমের দেনা এবং চলমান মৌসুমের পারিশ্রমিকের পরিমাণগুলো নিদিষ্ট হয়েছে। আমরা সব ফরম এক সাথে জমা দিয়ে যাব।’
বিজ্ঞাপন
ঘরোয়া ফুটবলে অন্যতম পেশাদার ক্লাব সাইফ স্পোর্টিং। সাইফের ম্যানেজার মাহবুবুর রহমান সুমন বলেন, ‘আমরা ১৫ ডিসেম্বর সব ফরম জমা দেব।’
১৫ ডিসেম্বর দেশি ও বিদেশি ফুটবলারদের নিবন্ধনের শেষ দিন। দেশি-বিদেশি মিলিয়ে একটি ক্লাব ৩৫ জন ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে।
এজেড/এনইউ