ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইট ব্যাক তিনি। ছিলেন বার্সেলোনা, পিএসজি, জুভেন্তাসের মত দলের অপরিহার্য অংশ। কিন্তু সেসব এখন সোনালী অতীত। সময়ের বেড়াজালে বয়সটা ৩৮ ছুঁয়েছে আগেই। তিনি আর কেউ নন কয়েকদিন আগেই টোকিও অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণজয়ী দলের সদস্য দানি আলভেজ। কিন্তু সদ্যই জানা গেছে আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলে তাকে রাখেননি কোচ তিতে।

এমন ঘটনায় কষ্ট পেয়েছেন বর্ষীয়ান এই রাইট ব্যাক। একবুক হতাশা নিয়ে ঘোষণা দিয়েছেন ২০২২ সালের আগে আর যোগ দেবেন না নতুন কোন ক্লাবে। কিছুদিন ধরেই সময়টা বেশ খারাপ যাচ্ছে এই তারকা ফুটবলারের। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সাথে বেতন নিয়ে বনিবনা না হওয়ায় তার সাথে চুক্তি বাতিল করে দলটি। এর পরপরই জানা গেল ব্রাজিল দলে নেই তার নাম।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আলভেজ লিখেন, ‘অনেক সময় এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবে জীবনে কিছুই সহজ নয়। এটা শুধুই একটি সিদ্ধান্ত।’ ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো ঘোষণা দেন, ‘এখানেই শেষ নয়। আমি আবার ফিরে আসব।‘

নিজের দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময়টা ইউরোপেই কাটিয়েছেন দানি। ৪৩টি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ খেলোয়াড় তিনি। ২০১৯ সালে ব্রাজিলের সর্বশেষ কোপা জয়ের দলেও ছিলেন তিনি।

এআইএ/এমএইচ