জাতীয় দলের অনুশীলনে বৃষ্টির বাধা
আজ (শনিবার) বিকেল চারটায় ছিল জামালদের নিয়ে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের তৃতীয় অনুশীলন সেশন। দুপুরের পর মুষলধারে বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ অনুশীলনের অনুপোযুক্ত হয়ে যায়। তাই অনুশীলন ভেন্যু বঙ্গবন্ধুর বদলে হয় কমলাপুর। শিষ্যদের নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে যান স্প্যানিশ কোচ।
সেখানেই অনুশীলন দেখতে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এবং সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
বিজ্ঞাপন
সভাপতি কাজী সালাউদ্দিনের মতো নতুন কোচ অস্কার ব্রুজোনের অনুশীলনের ট্যাকটিকস মনে ধরেছে নাবিলেরও, ‘অস্কার খুব ভালো অনুশীলন করাচ্ছেন। সভাপতি আমাকে বারবার তাই বলছিলেন। ছেলেদের কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না। কারণ সবাই খেলার মধ্যেই ছিল। তাই কোচ যেভাবে স্ট্র্যাটেজি দেবে, ফুটবলাররা সেভাবেই মানবে।’
তিনি যোগ করেন, ‘২৮ সেপ্টেম্বর ফুটবলাররা মালদ্বীপে রওয়ানা হবে তার আগে দু’দিন সময় রয়েছে। ২৭ জনের দল কমে আসবে ২৩ জনে।’
হাতে আর দুই দিন সময় আছে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের বিষয়টি এখনো অনিশ্চিত শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না। সালাউদ্দিনের পর আজ নাবিলকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
বিজ্ঞাপন
এলিটা প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘এলিটা কিংসলের বিষয়ে আমাদের হাতে আরও দু’দিন সময় রয়েছে। আমরা চেষ্টা করছি ফিফা ও এএফসিতে তার বিষয়টি ক্লিয়ার করতে।’
জাতীয় দলের পাশাপাশি আজ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হয়েছে। অলিম্পিক দল নিয়ে নাবিলের কথা, ‘আমাদের অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন শুরু হচ্ছে। খুবই অভিজ্ঞ কোচ মারুফুল হক। কুয়েতে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্টের জন্য আমরা ভালোভাবেই কাজ করছি।’
এজেড/এমএইচ