মাঠে গড়িয়েছে শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আসরটি। ৩২ দল নিয়ে শুরু হওয়া শেখ রাসেল গোল্ডকাপের ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসরের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

শান্তির প্রতীক পায়রা এবং রঙবেরঙের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ রতনসহ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের অন্যান্য কর্মকর্তা, অংশগ্রহণকারী ৩২ দলের খেলোয়াড়রাও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শহীদ শেখ রাসেলের জন্মদিন সামনে রেখে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজন করছে অনূর্ধ্ব-১৮ গোল্ডকাপ টুর্নামেন্টটি। যেখানে সাইফ পাওয়ারটেক পৃষ্ঠপোষকতা করছে। বেসরকারিভাবে এত বড় আয়োজন দেখে ভীষণ মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ‘যে কোনো টুর্নামেন্ট আয়োজন এবং প্রশিক্ষণ কার্যক্রম ভালো কিছুই বয়ে আনে আমরা অতীতে এমনটা দেখেছি। বেসরকারিভাবে এমন একটা আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এ জন্য আমি সাধুবাদ জানাতে চাই সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন সাহেবকে, শহিদ উল্যা সাহেবসহ অন্যান্যদেরকেও। ফুটবলের জাগরণে তারা অনন্য ভূমিকা রাখছেন।’ এই আয়োজনের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সব সময় সম্পৃক্ত থাকবে, লজিস্টিক সাপোর্ট, স্টেডিয়াম, রেফারিসহ যা যা লাগবে তা মন্ত্রণালয় থেকে দেয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শেখ রাসেল গোল্ডকাপের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে ভবিষ্যৎ খেলোয়াড়রা বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন শিশু-কিশোরদের বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তাহলে তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে, মাদকমুক্ত থাকবে। সাইফ পাওয়ারটেক সেই কাজটিই করে যাচ্ছে। এবার ঢাকাতে আসরটি হচ্ছে; ভবিষ্যতে এটা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হবে।’    

কমলাপুর শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পল্লবী থানা এবং লালবাগ থানা।  ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় পল্লবী থানা ফুটবল দল। ম্যাচের ১১ মিনিটেই আত্মঘাতী গোলে (তন্ময়) এগিয়ে যায় পল্লবী। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে লালবাগ। ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা সম্ভব হয়নি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে লালবাগ। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি। উল্টো আরো দুই গোল হজম করে। ম্যাচের ৫৮ ও ৬৯ মিনিটে পল্লবীর হয়ে জোড়া গোল করেন মনির।

এজেড/এনইউ