কার ভুলে জামালের জার্সিতে এমন কাণ্ড
আান্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জয় আসে কালে-ভদ্রে। গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছেন জামাল ভূঁইয়ারা। শুক্রবারের জয়ের পাশাপাশি অধিনায়ক জামালের জার্সি ও শর্টসের নম্বরের অমিলের বিষয়টিও আলোচনায় ব্যাপকভাবে।
অধিনায়ক জামাল ভূঁইয়া ৬ নম্বর জার্সি পরেন অনেক দিন থেকেই। সাফে নতুন জার্সিতেও ছয় নম্বরই পরেছেন তিনি। জার্সি ছয় নম্বর থাকলেও প্যান্ট পরেছিলেন পাঁচ নম্বর। ম্যাচ শুরুর আগে রেফারির সঙ্গে দাঁড়িয়ে টস করেছেন এভাবেই। খেলাও শুরু করেছিলেন।
বিজ্ঞাপন
মিনিট দশেক পরেই অধিনায়ক জামাল ভূঁইয়া দ্রুত মাঠ ছাড়েন। প্রেসবক্স থেকে মনে হচ্ছিল হয়তো জার্সি অথবা শর্টস ছিঁড়েছে এ জাতীয় কোনো সমস্যা। দুই মিনিটের মধ্যে আবার মাঠে প্রবেশ করেন তিনি। পরে বোঝা গেল শর্টস বদলাতেই জামাল ড্রেসিংরুমে যান। আন্তর্জাতিক ম্যাচে এ রকম ভুল হওয়ায় বেশ বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
এ রকম ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় ও রেফারির দায়টাই বেশি। খেলোয়াড়রা কয়েক ধাপ প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে নামেন। রেফারি, ম্যাচ কমিশনার খেলোয়াড় তালিকার নম্বর অনুযায়ী ড্রেসিং রুমে ডাক দেন। তখন ওই খেলোয়াড় সামনে আসেন। তখন রেফারি খেলোয়াড় তালিকার সঙ্গে জার্সি ও প্যান্টের নাম্বার ঠিক আছেন কি না দেখেন।
জাতীয় দলের অধিনায়কের শর্টস-জার্সির নাম্বারে ভিন্নতা থাকায় সামাজিক মাধ্যমে অনেক সমালোচনা ও হাস্যরসাত্মক মন্তব্য হচ্ছে। তবে এ রকম ভুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় ও রেফারির দায়টাই বেশি। খেলোয়াড়রা কয়েক ধাপ প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে নামেন। রেফারি, ম্যাচ কমিশনার খেলোয়াড় তালিকার নম্বর অনুযায়ী ড্রেসিং রুমে ডাক দেন।
বিজ্ঞাপন
তখন ওই খেলোয়াড় সামনে আসেন। তখন রেফারি খেলোয়াড় তালিকার সঙ্গে জার্সি ও প্যান্টের নাম্বার ঠিক আছেন কি না দেখেন। খেলোয়াড়ের ভুলের পাশাপাশি রেফারির দৃষ্টিও এড়িয়ে গেছে জামালের বিষয়টি।
রেজা পাঁচ নম্বর জার্সি পরেন। রেজা জ্বরের জন্য দলের বাইরে। তিনি দলের বাইরে থাকলেও তার শর্টস ড্রেসিং রুমে ছিল। পাঁচ ও ছয় কাছাকাছি নম্বর হওয়ায় ভুল ক্রমে জামাল পাঁচ পরেছিলেন বলে ধারণা টিম সংশ্লিষ্টদের।
অধিনায়ক জামাল ভূঁইয়ার জার্সি-শর্টস নম্বর বিভ্রাটের বিষয়টি সাফেরও নজরে এসেছে। বাফুফে ও সাফ উভয় পক্ষ খেলোয়াড়ের ভুলের পাশাপাশি রেফারির ভুলকেই বড় করে দেখা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের পর টিম ম্যানেজম্যান্ট খেলোয়াড়দের এবং সাফও রেফারিকে আরও মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছে।
এজেড/এটি/এমএইচ