বাংলাদেশ ম্যাচের আগে যুদ্ধের মেজাজে সুনীল ছেত্রী
সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য তার জন্য নতুন নয়। এর আগেও দুবার শিরোপা ছুঁয়েছেন তিনি। তবে সাফল্যের ক্ষুধা এখনই মিটছে না সুনীল ছেত্রীর। তৃতীয় শিরোপায় চোখ রাখলেন ভারত অধিনায়ক। সেই মিশনে সামনে অনেকটা পথ বাকি। আপাতত তার ভাবনায় শুধুই বাংলাদেশ ম্যাচ।
সোমবার (৪ অক্টোবর) ভারতের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা। সেই লড়াইয়ের আগে প্রস্তুতি কেমন জানিয়ে দিলেন সুনীল ছেত্রী। বলেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। এ কারণেই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। আসলে কোনও ম্যাচই সহজ নয়।’
বিজ্ঞাপন
আগের ম্যাচেই জামালরা হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাইতো বাংলাদেশকে নিয়ে সতর্ক সুনীল, ‘দেখুন, বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে বাংলাদেশের বিপক্ষে খেলেছি আমরা। কঠিন লড়াই হয়েছিল। সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়েই ভাবছি।’
ভারত অধিনায়কের এখানেই শেষ করলেন না, জয়ের প্রত্যয় থাকল তার কথায়। বলেন, ‘দেশের হয়ে যখনই মাঠে নামি, জেতা ছাড়া অন্য কিছু ভাবি না। প্রতিপক্ষ কে, আমার কাছে তা গুরুত্বপূর্ণ নয়।’ সব মিলিয়ে জামালদের বিপক্ষে লড়াইয়ের আগে যুদ্ধের মেজাজে ছত্রী। একই কথা বললেন, সুনীলের সতীর্থ গুরপ্রীত সিং সান্ধু। বলছিলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের মান অনেক উন্নত হয়েছে। তাই কোনও ম্যাচই সহজ নয়। সেরাটা দিয়েই লড়বো আমরা।’
বিজ্ঞাপন
এটি/এনইউ