ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) ভারতের মুখোমুখি হয়েছেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচে জয়ে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট না পেলেও ম্যাচটি ড্র করে ১ পয়েন্ট নিজেদের নামের পাশে যোগ করতে মরিয়া বাংলাদেশ দল। এ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন করলে ফাইনালের পথ সহজ হবে কোচ অস্কার ব্রুজনের শিষ্যদের।
ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব সুখকর নয়। ত্রিশ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। সেখানে ভারতের জয় ১৬টি। আর বাকি ১১ ম্যাচ ড্র। নিজেদের অর্জনের খাতায় সাফল্য যোগ করতে আজকের ম্যাচে অস্কার ব্রুজন একাদশে দুটি পরিবর্তন এনেছেন। বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড মতিন মিয়াকে এই ম্যাচে একাদশে রাখা হয়েছে, সঙ্গে আগের ম্যাচে বদলি হিসেবে খেলা সাদ উদ্দিন এবার একাদশ দিয়ে শুরু করেছেন।
বিজ্ঞাপন
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ:
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক)
তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ
জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু
সাদ উদ্দিন, রাকিব হোসেন ও মতিন মিয়া
বিজ্ঞাপন
টিআইএস/এটি