নয়নের ঘটনায় কোচেস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের গোলরক্ষক হিসেবে কাজ করেছেন নুরুজ্জামান নয়ন। সম্প্রতি তিনি এক ঘটনায় মারধরের শিকার হয়েছেন। এ নিয়ে চলছে ফুটবলাঙ্গনে তুমুল আলোচনার ঝড়।
নয়নের এই ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারশেন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তার ক্লাব বসুন্ধরা কিংস অবশ্য নিন্দা, প্রতিবাদের পাশাপাশি ঘটনার বিচার দাবি করেছে। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছে। ঘটনার কয়েক দিন পর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন। তারা দেশের অন্যতম সেরা গোলরক্ষক কোচের এমন ঘটনায় মর্মাহত ও ব্যথিত।
বিজ্ঞাপন
ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সত্যজিৎ দাশ রুপু উজবেকিস্তান থেকে বলেন, ‘এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। আশা করি এই বিষয়টি সুষ্ঠু তদন্ত হবে। বাংলাদেশ কোচেস এসোসিয়েশন এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে।’
এএফসির নির্দেশনায় ২০০৭ সালে জন্ম হয় বাংলাদেশ ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও কোচেস অ্যাসোসিয়েশন সংগঠন হিসেবে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। কোনো স্থায়ী কার্যালয় নেই সংগঠনটির। কর্মকান্ডও অনেকটা সীমিত।
বিজ্ঞাপন
এজেড/এনইউ