জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আজ আনুষ্ঠানিকভাবে বার্জার পেইন্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী দুই বছরের জন্য দেশের শীর্ষ এই রং প্রস্ততকারক প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন৷ আজ বিকেলে বার্জারের এক বাণিজ্যিক অফিসে সংবাদ সম্মেলনে দুই পক্ষ চুক্তি স্বাক্ষর করে। 

দেশের অন্যতম সেরা রং প্রস্ততকারক ও বাজারজাত কোম্পানি বার্জার পেইন্ট। বার্জার পেইন্টের আরেকটি ব্র্যান্ড রবিঅ্যালাক। সেই ব্র্যান্ডের দূত হিসেবে কাজ করবেন জামাল। 

রংয়ের প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে নিজের প্রিয় রং কোনটি জানিয়েছেন জামাল, ‘আমি নেভী ব্লু পছন্দ করি। নেভী ব্লু পড়ার চেষ্টা করি।’ 

বার্জারের মার্কেটিং জেনারেল ম্যানেজার একেএম সাদেক নেওয়াজ বলেন, ‘আমরা ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেকের সঙ্গে যুক্ত হই। জামাল ভুইয়াকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করতে পেরে আমরা গর্বিত।’ 

বাংলাদেশের ফুটবলাররা সাধারণত এ রকম দূত হিসেবে চুক্তিবদ্ধ হন না। জামাল মাঝে মধ্যে বিজ্ঞাপন করলেও আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম দূত হলেন। বিষয়টি ফুটবল ও নিজের জন্য ভালো মনে করছেন তিনি, ‘আমাকে এই অবস্থান ও জনপ্রিয়তা টিকিয়ে রাখার জন্য ভালো খেলতে হবে। অন্য ফুটবলারদের জন্যও এটা অনুকরণীয়। তারা ভালো কিছু করলে তারাও এ রকম দূত হতে পারবে৷’ 

দুই বছরের জন্য কত টাকায় জামাল চুক্তিবদ্ধ হয়েছেন আনুষ্ঠানিকভাবে জানায়নি দুই পক্ষের কেউই। এক সূত্রে জানা গেছে, জামাল দুই বছরে বার্জারের কাছ থেকে এক কোটির কিছু কম সম্মানি পাবেন। 

দুই বছরে জামালকে নিয়ে অনেক পরিকল্পনা বার্জারের। প্রাথমিকভাবে জামালের মাধ্যমে ফুটবলের প্রতি তরুণ সমাজকে আকৃষ্ট করতে নানা প্রচারণামূলক কাজ করবে বার্জার। 

এজেড/এনইউ