ক্রিকেট দলের ফেরার দিনে দেশ ছাড়ল ফুটবল দল
দেশ ছাড়ার আগে কোচ মারিও ল্যামোসের সঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া/বাফুফে
বিশ্বকাপ যাত্রা শেষে আজ ক্রিকেট দল ঢাকায় পা রাখবে। ঠিক একই দিনে জাতীয় ফুটবল দল আজ দেশ ছেড়েছে। আজ সকালে জাতীয় ফুটবল দল অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়। জামালরা দেশ ছাড়ার কয়েকঘণ্টা পর ক্রিকেট দল দুবাই থেকে ঢাকায় পৌঁছুবে৷
বাংলাদেশ ফুটবল দল শ্রীলঙ্কায় চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন৷ আজ সকালে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হচ্ছে কোচ ল্যামোস, ম্যানেজার তিন অফিসিয়ালসহ ১৬ জন ফুটবলার। উজবেকিস্তান থেকে সাত ফুটবলার সরাসরি কলম্বো গেছেন।
বিজ্ঞাপন
কলম্বোতে সাত ফুটবলার গতকাল সন্ধ্যায় পৌঁছান। কলম্বোতে তারা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। মালদ্বীপের তুলনায় শ্রীলঙ্কায় করোনা প্রটোকল ও নিরাপত্তা অত্যন্ত অধিক। আজ মালদ্বীপ ও সিশেলস কলম্বো পৌঁছুবে৷
এজেড/এনইউ
বিজ্ঞাপন