শ্রীলঙ্কার চার জাতির ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে সিলেশস মালদ্বীপের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ে সিশেলস পাঁচ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ১৯ নভেম্বর সিলেশসের প্রতিপক্ষ হবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা। আজ দুই ঘণ্টা পরেই কলম্বোর রেসকোর্স মাঠে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। 

এই ম্যাচের আগে দুই দলের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে মাঠ। গত দুই দিন থেকে কলম্বোতে আবার বৃষ্টি। আজ ভারী মাঠেই সিশেলস ও মালদ্বীপ খেলেছে। এতে মাঠের অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছে। অনেকটা অনুপযুক্ত মাঠেই বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে খেলতে হবে।  

বাংলাদেশর কোচ ম্যারিও ল্যামোস শ্রীলঙ্কা ম্যাচে আগের একাদশের উপরই ভরসা রেখেছেন। মালদ্বীপকে হারানো একাদশটাই রেখেছেন ল্যামোস। ফাইনাল খেলতে হলে আজ বাংলাদেশের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। স্বাগতিক শ্রীলঙ্কাকে শিরোপার মঞ্চে যেতে হলে বাংলাদেশকে হারাতেই হবে। 

বাংলাদেশের একাদশ: 
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক);
তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা;
জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, হৃদয়;
রাকিব হোসেন, সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহীম।

এজেড/এনইউ