প্রিমিয়ার হকির সুপার লিগে আজ (রোববার) দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান দুই দলের ম্যাচ ছিল। দুই দলই নিজ নিজ ম্যাচে জিতেছে। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ৮-২ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে এবং ফ্লাডলাইটের আলোয় দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ৫-২ সোনালী ব্যাংককে পরাজিত করে।

এই জয়ে মোহামেডান মেরিনার্সের পিছু ছুঁটছে। ১২ ম্যাচে মেরিনার্সের পয়েন্ট ৩৬। সমান ম্যাচে মোহামেডানের ৩৩। ঢাকা আবাহনীরও পয়েন্ট ৩৩ তবে তাদের এক খেলা বেশি। সুপার লিগে আজই মোহামেডানের প্রথম ম্যাচ ছিল।
 
সুপার লিগে মোহামেডান দুরন্ত সূচনা করেছে। প্রথম কোয়ার্টারেই জিমিরা ২-১ গোলের লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন দাড়ান ৩-২। শেষ দুই কোয়ার্টার আর বাংলাদেশ স্পোর্টিং প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে দুইটি ও চতুর্থ কোয়ার্টারে তিনটি গোল করলে মওদুদুর রহমান শুভর শিষ্যরা ৮-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
 
দিনের পরের ম্যাচে ঢাকা আবাহনী সোনালী ব্যাংকের সাথে খুব বড় জয় পায়নি। তারপরও কাঙ্ক্ষিত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ৫-২ গোলের জয় নিয়ে।
 
আজ মেরিনার্সের বিরতি ছিল। আগামী পরশু রোববার আবার আবাহনী-মোহামেডান ম্যাচ। প্রথম পর্বে মোহামেডান আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছিল। এই ম্যাচে আবাহনী হেরে গেলে শিরোপা থেকে ছিটকে যাবে আর আবাহনী জিতলে শিরোপা লড়াই হবে ত্রিমুখী।

এজেড/এমএইচ