ব্রাজিলিয়ান জাদুতে জিতল রিয়াল
প্রাণভোমরা কারিম বেনজেমা চোট পেয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন। তাতে কী? আগুনে ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র যে আছেন রিয়াল মাদ্রিদের। গোলের ধারাটা ধরে রাখলেন রিয়াল সোসিয়েদাদের মাঠেও। তাতেই ২-০ গোলের জয় পেয়ে গেছে দলটি।
প্রথমার্ধে বেনজেমার বদলে যিনি মাঠে নেমেছিলেন, সেই লুকা জভিচের অবদানও কম কীসে? দলে ব্রাজিলিয়ানদের সঙ্গে দারুণ বোঝাপড়া দেখালেন, গোল করালেন, পরে করলেনও রিয়াল বেঞ্চে অনেকটা অচ্ছুৎই হয়ে থাকা এই ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
ভিনিসিয়াসের প্রথম গোলটা এল সেই বোঝাপড়ার ফসল হিসেবে। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে তার সঙ্গে দারুণভাবে বল দেওয়া নেওয়া করে শেষে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এর আগে প্রথমার্ধে অবশ্য দলটা নিজেদের হারিয়েই খুঁজছিল বেশ। অ্যালেক্সান্ডার ইসাকের চেষ্টা ঠেকিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও, এরপর আদনান ইয়ানুজাই, মিকেল অইয়েরজাবালরা অনেক চেষ্টা করেও ভাঙতে পারেননি রিয়াল রক্ষণ।
বিজ্ঞাপন
তবে দ্বিতীয়ার্ধে গোলের পরই সোসিয়েদাদের মাঠ অ্যানোয়েতা দেখল অন্য এক রিয়ালকে। তার দশ মিনিট পর দ্বিতীয় গোলটাও এল তারই সুবাদে। দারুণ এক আক্রমণ শেষে কর্নার পেয়েছিল রিয়াল, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর নেওয়া কর্নার কিকে মাথা ছুঁইয়ে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে দেন সার্বিয়ান ফরোয়ার্ড জভিচ।
জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর আরও অনেক গোলের চেষ্টা করলেও গোলের দেখা পায়নি রিয়াল। তাই স্কোরলাইনটা ২-০ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ কার্লো অ্যানচেলত্তির দলকে।
এর ফলে ১৬ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সামনের ম্যাচেই দলটি মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের, যারা গতকাল মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে সমান ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে তালিকার চতুর্থ অবস্থানে। মাদ্রিদ ডার্বির ঠিক আগেই এমন ফলাফল যে নিশ্চিতভাবেই রিয়ালকে অনুপ্রাণিত করবে আরেকটু, তা বলাই বাহুল্য।
এনইউ