মেসির ভবিষ্যৎ বার্সায় দেখছেন না তারা
লিওনেল মেসি/ফাইল ছবি
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়া নিয়ে একদফা জলঘোলা হয়ে গেছে গেল গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে। তবে চলতি মৌসুম শেষে বিনামূল্যেই বার্সা ছাড়তে পারবেন আর্জেন্টাইন তারকা। যদিও চুক্তি নবায়নের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না, তবে কাতালুনিয়ায় মেসির সময় শেষ হয়ে এসেছে বলেই ধারণা করছেন মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ, মেসির বার্সা পূর্বসূরী রিভালদো কিংবা আর্জেন্টাইন পূর্বসূরী ওমার দা ফনসেকা।
গেল অক্টোবরে পদত্যাগ করা হোসে মারিয়া বার্তোমেওর অধীনে থাকা বার্সেলোনা বোর্ড লিওনেল মেসির সঙ্গে প্রতিশ্রুত সাফল্যের জন্য ‘প্রকল্প’ খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে অনেকবার। তার উপর ক্লাবের বেশ কিছু সিদ্ধান্তে হতাশ হয়ে শেষমেশ ক্লাব ছাড়ারই সিদ্ধান্ত নেন বার্সা অধিনায়ক। মেসির চুক্তিতে বলা আছে প্রতি মৌসুম শেষের আগে ক্লাবকে জানালে বিনামূল্যেই ক্লাব ছাড়তে পারবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু গত মৌসুম শেষে যখন ক্লাব ছাড়তে চাইছেন, তখন তার পথ আগলে দাঁড়ায় ‘বাইআউট ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো।
বিজ্ঞাপন
যদিও মেসিপক্ষের দাবী ছিল, করোনাকালে ক্লাবকে জানানোর সময়টাও বাড়ার কথা। কিন্তু বার্তোমেও কর্তৃপক্ষ তাদের অবস্থানে অটল ছিল। ফলে শেষমেশ নিজ অবস্থান থেকে সরে এসে বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে চলতি মৌসুম শেষেই ‘ফ্রি এজেন্ট’ হয়ে ক্লাব ছাড়ার সুযোগ আছে তার। মেসির সাবেক সতীর্থ তেভেজও দেখছেন তেমন কিছুই। বললেন, ‘যখন আপনি ক্যারিয়ারের শেষদিকে পৌঁছে যান আর ক্লাবের সাহায্য না পান, তখন পরিস্থিতিটা কঠিন হয়ে পড়ে। আমি জানি জুনে সে সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু আমি তাকে বার্সায় দেখছি না। আমি তাকে অন্য কোনো জার্সি পরে খেলতেই দেখতে পাচ্ছি, বার্সেলোনার জার্সি পরে নয়।’
বিজ্ঞাপন
এদিকে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড রিভালদোর কণ্ঠেও ঝরে পড়লো একই সুর। তবে তার আগে জানালেন, মেসিকে না বেচে দেয়াটা বার্তোমেও বোর্ডের বড় ভুল ছিল। সম্প্রতি বেটফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাবেক বোর্ড যখন মেসি চুক্তির আওতায় ছিল, তখন তাকে না বিক্রি করে বড় ভুল করেছে। রিয়াল রোনালদোকে যেভাবে বিক্রি করেছে, সেটাই করা যেত মেসির সঙ্গেও। একজন অসীম প্রতিভাধর খেলোয়াড়ের এভাবে বিনামূল্যে বার্সা ছেড়ে যেতে দেখাটা কষ্টের, বিশেষ করে ক্লাব যখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমার মতে মেসির ক্লাব ছাড়াটা অবশ্যম্ভাবী।
রিভালদো, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড
মেসির আর্জেন্টাইন পূর্বসূরী ফনসেকা তো আরেক কাঠি সরেস! আরএমসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেই দিলেন, মেসি যোগ দেবেন পিএসজিতে! তিনি বলেন, ‘আমি স্প্যানিশ সংবাদ মাধ্যমে পড়েছি, তার পরিবার ফরাসি ভাষা শেখা শুরু করেছে। ছেলেবেলায় যদি কেউ আমাকে বলতো আমি প্যারিসে খেলতে যাবো, তখন ব্যাপারটা আমার কানে মধুর মতো লাগতো। কারণ আর্জেন্টাইনদের জন্য ফ্রান্সের প্যারিস জায়গাটা অন্যরকম কিছু। মেসি (পিএসজিতে) আসছেই। ভাবুন একবার, সে ক্যারিয়ার শেষে বলছে, পিএসজির হয়েও আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম!’
এনইউ /এটি