কোয়ার্টারে মেসিদের সামনে গ্রানাডা
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির বার্সেলোনা কিছুটা নড়বড়ে হলেও কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। তবে কোয়ার্টারে এবার তুলনামূলক কঠিন প্রতিপক্ষই পেয়েছে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা। আগামী বৃহস্পতিবার খেলবে লিগের সপ্তম অবস্থানে থাকা গ্রানাডার বিপক্ষে।
কোপা দেল রের শেষ দুই ম্যাচে বার্সার জয়ের ব্যবধান যথাক্রমে দুই ও এক গোলের। কোরনেয়ার বিপক্ষে ২-০ গোলের জয়টা এসেছে যোগ করা অতিরিক্ত সময়ে আর শেষ ম্যাচে দ্বিতীয় ম্যাচে রায়ো ভায়েকানোকে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই জয়ই বার্সাকে গত সোমবার রাতে তুলে দেয় কোপা দেল রের শেষ আটে।
বিজ্ঞাপন
প্রতিপক্ষ গ্রানাডা চলতি মৌসুমে রিয়াল, বার্সা, অ্যাটলেটিকো তিন দলের কাছেই হেরেছে স্প্যানিশ লিগে। তবে এরপরও লিগে দলটির অবস্থান সপ্তম। এদিকে বার্সার কাছে গত ৯ জানুয়ারি ৪-০ ব্যবধানে হারের পর টানা পাঁচ ম্যাচে হারেনি, জয় পেয়েছে ৪ ম্যাচে, গোল করেছে ১৫ টি। সেই দলের মাঠেই বৃহস্পতিবার রাতে খেলবে কোচ কোম্যানের শিষ্যরা।
রিয়াল আর অ্যাটলেটিকো মাদ্রিদ ইতোমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। তবে প্রতিযোগিতায় টিকে আছে সেভিয়া, সদ্য সুপার কাপ জেতা অ্যাথলেটিক বিলবাও, ও রিয়াল বেতিসের মতো দলগুলো। একমাত্র দ্বিতীয় বিভাগের দল হিসেবে টিকে আছে আলমেরিয়া। শেষ আটে সেই আলমেরিয়াই প্রতিপক্ষ সেভিয়ার।
বিজ্ঞাপন
বাকি দুই লড়াইয়ের একটিতে বিলবাও খেলবে বেতিসের বিপক্ষে, আর ভিয়ারিয়াল নেবে লেভান্তের আতিথ্য। আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এনইউ