বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি সম্প্রতি দেশের একটি টেলিভিশন রিপোর্টারের সঙ্গে অশোভন আচরন করেছেন। পল স্মলির সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণের জন্য ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বাফুফেকে নিন্দা জ্ঞাপন করে চিঠি দিয়েছে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বরাবর লেখা চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও৷ 

৫ ডিসেম্বর সকালে মহিলা ফুটবল দলের অনুশীলন কাভার করতে গিয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার। দলের ম্যানেজার ও কোচের অনুমতি নিয়ে তিনি অনুশীলন কাভার করতে যান। অনুশীলনের ভিডিও ফুটেজ সংগ্রহের সময় পল স্মলির চোখে পড়ে এবং তিনি বাঁধা দেন। পরবর্তীতে রিপোর্টারের সঙ্গে চরম বাজে ব্যবহার করেন। ভিডিও ফুটেজে স্মলিকে অত্যন্ত আক্রমণাত্নক ভঙ্গিতে দেখা গেছে। যে ভিডিও অন্তর্জালে ভাইরাল।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দর স্বাক্ষরিত চিঠিতে পল স্মলির এই ঘটনার নিন্দা জ্ঞাপনের পাশাপাশি সুষ্ঠ তদন্তের দাবি জানানো হয়েছে। 

এজেড/এটি