ছবি: সংগৃহীত

সাইফ স্পোর্টিংয়ের বেলজিয়ান কোচ পল পুট বাংলাদেশ প্রিমিয়ার লিগে শরীর নির্ভর ফুটবল হচ্ছে বলে মন্তব্য করেছেন। এর প্রমাণও মিলছে। প্রায় প্রতি রাউন্ডেই ফুটবলাররা ইনজুরিতে পড়ছেন। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ কোচ জেমি ডে’রও। 

এ নিয়ে জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র কথা, ‘ফুটবলাররা ইনজুরিতে পড়ছে এটা খুব দুঃখজনক। এর প্রভাব জাতীয় দলে পড়তে পারে।’ ইনজুরির পেছনে শরীর নির্ভর ফুটবলকে দায়ী না করে জেমি ফিকশ্চারকে কাঠগড়ায় দাঁড় করালেন, ‘বিশ্বের কোথাও সাত দিনে তিন-চারটি ম্যাচ খেলতে হয় না। বাংলাদেশে ফুটবলাররা সাত দিনে চারটি ম্যাচও খেলে প্রায়ই। ইউরোপে ও বিশ্বে সপ্তাহে একটি ম্যাচ মাঝে মধ্যে দুটি ম্যাচ খেলে। ফিকশ্চার ইতোমধ্যে হয়ে গেছে। এখন তো আর পরিবর্তনের সুযোগ নেই।’

মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য দল সম্পর্কে কিছুটা ধারণা দিলেন জেমি,‘ আমার ফুটবলাররা ( জাতীয় দলের ) ভালোই খেলছে। এছাড়া নতুন অনেকেই আমাকে আকৃষ্ঠ করেছে। তারাও আমার দলে থাকতে পারে। ফেব্রুয়ারির শেষের দিকে দল ডাকতে পারি।’

করোনা পরিস্থিতির জন্য ওমান ও কাতার বিশ্বকাপ বাছাইয়ের অবশিষ্ট ম্যাচের স্বাগতিক হতে চায়। এতে প্রবল আপত্তি জেমির, ‘এটা কোনোভাবেই মানা যায় না। আমাদের তিনটিই হোম ম্যাচ অ্যাওয়ে হয়ে যাবে। স্বাগতিক সুবিধা ছাড়তে নারাজ আমি।’ তবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলাদেশের ম্যাচগুলো বাইরে গিয়ে খেলার সম্ভাবনাই বেশি দেখছেন, ‘ই গ্রুপে পাঁচ দল। ইতোমধ্যে চার দল ওমান বা কাতার গিয়ে খেলতে রাজি। আমরাই শুধু হোমে খেলতে চেয়েছি। চার দল রাজি থাকায় এএফসি’র কোর্টে বল এখন। এএফসি যদি বলে খেলতে যেতে তাহলে সেটাই করতে হবে।’

যদি শেষ পর্যন্ত ওমান বা কাতার যেতে হয় সেক্ষেত্রে জেমির পরিকল্পনা, ‘ওমান বা কাতার গিয়ে খেলতে হলে আমি মার্চের প্রথম সপ্তাহেই সেখানে যেতে চাই এবং ওখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই।’ বাফুফে সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে বলেন, ‘নো কারণে আমরা হোমে খেলতে না পারলে বাইরে খেলতে হলে আমরা একটু সময় নিয়ে খেলতে চাইব। তাদের সম্ভাব্য সূচিতে পাঁচ দিনের ব্যবধানে তিন ম্যাচ খেলতে হবে। আমরা সেক্ষেত্রে দশ দিনের ব্যবধানে তিন ম্যাচ খেলতে চাইব।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে। পাচ ম্যাচের মধ্যে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্টে। ভারতের মাটিতে ১-১ গোলে ড্র। বাংলাদেশের অবশিষ্ট তিন ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ওমান, ভারত ও আফগানিস্তান। 

এজেড/এটি