জামালদের ড্রয়ের বৃত্ত ভাঙবে তো?
ছবি : সংগৃহীত
প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দল কলকাতা মোহামেডান। তিন ড্রয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে মোহামেডান। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে কলকাতার সাদা-কালোরা।
চার্চিল ব্রাদার্স পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। এক ম্যাচ কম খেলা আইজল এফসি ৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে। আই লিগের চ্যাম্পিয়ন আইএসএলে খেলার সুযোগ পাবে। ভারতের সর্বোচ্চ ওই লিগে খেলতে হলে জামালরে বাকি ম্যাচগুলো জয় ছাড়া বিকল্প রাস্তা নেই।
বিজ্ঞাপন
আগামীকাল বুধবার কলকাতা মোহামেডান লিগের পঞ্চম ম্যাচের প্রতিপক্ষ নিরোয়া এফসি। কল্যাণী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন দুপুরে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে কলকাতা মোহামেডানের কোচ হোসে জেভিয়াও মরিয়া জয়ে ফেরার আশা জানালেন।
তিনি বলেন,‘ লিগে আমাদের যাত্রা অসাধারণ ছিল। হঠাৎ এরপর থেকে ড্রয়ের মধ্যে পড়ে গেলাম। ইতোমধ্যে কিছুটা পিছিয়ে পড়েছি। আর পেছাতে চাই না। পঞ্চম ম্যাচেই জয়ে ফিরতে চাই।’
বিজ্ঞাপন
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া গত চারটি ম্যাচেই একাদশে ছিলেন। এই ম্যাচে থাকার কথা রয়েছে। জামাল ভূঁইয়া তার দলের ড্র সম্পর্কে ঢাকা পোস্টকে বলেন,‘আমরা প্রতিটি ম্যাচেই ভালো খেলছি। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ থাকলেও স্কোরিংয়ে সমস্যা হচ্ছে। এজন্য আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছি না।’
ফিনিশিং লাইন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কোচ জেভিয়া, ‘আমরা এক সপ্তাহের মতো সময় পেয়েছি এই ম্যাচের আগে। বিশেষ করে স্ট্রাইকিং জোন নিয়ে কাজ করেছি অনেক।’
মোহামেডান তাদের সর্বশেষ ম্যাচ খেলেছিল ২৪ জানুয়ারি পাঞ্জাবের সঙ্গে। সেই ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। বুধবার মোহামেডানের প্রতিপক্ষ নিরোয়া এফসির পয়েন্ট চার ম্যাচে মাত্র চার। ১১ দলের মধ্যে তাদের অবস্থান দশ নম্বর।
এজেড/এমএইচ/এটি