শেখ জামালের নাটকীয় জয়
ছবি : সংগৃহীত
দুই গোলে এগিয়ে ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। শেখ জামাল ধানমন্ডি দুুই গোল পরিশোধ করে ম্যাচে সমতা এনে ইনজুরি সময়ে পেনাল্টিতে গোল করে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও ৩-২ গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল) অপরাজিত থাকা শেখ জামাল।
এই জয়ে চার ম্যাচেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চলে এল ধানমন্ডির ক্লাবটি। পাঁচ ম্যাচ খেলা সাইফ সাত পয়েন্ট নিয়ে থাকল পাঁচেই। কিংস জামালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে পনের পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। এক ম্যাচ বেশি খেলা শেখ রাসেল ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
বিজ্ঞাপন
শেখ জামালকে প্রথম হারের তিক্ততা দিয়ে জয়ের ক্ষণ গুনছিলেন বেলজিয়ান কোচ পল জোসেফ পুট। কিন্তু এক মিনিটের ব্যবধানে দু’গোল শোধ করে ধানমন্ডির ক্লাবটি। আর ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি আদায় করে নিয়ে সাইফের জয় কেড়ে নেন কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
টানা তিন ম্যাচ জিতে আকাশে উড়ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সর্বশেষ ম্যাচে আরামবাগকে ৬-০ গোলে হারিয়ে পরের প্রতিপক্ষদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল তারা। কতটা হুমকি তা টের পেল সাইফ। আরামবাগের সঙ্গে শেখ জামালের ম্যাচের কথা স্মরণে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সাইফ।
বিজ্ঞাপন
বেলিজিয়ান কোচ পল পুটের নির্দেশনানুযায়ী খেলেই শুরুতে সফলতা পায় তারা। ম্যাচের ২২ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলির বাড়িয়ে দেয়া বলে বক্সের ভেতরে থাকা আরেক মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিমের জোড়ালো শটে শেখ জামালের জালে আশ্রয় নেয় বল। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলকিপার জিয়াউর রহমান জিয়ার।
গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম। গোল করতে না পারায় অসহায় মনে হচ্ছিল আগের ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করা আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবেকেও। ব্যর্থতার পরিচয় দিয়েছেন গাম্বিয়ান ফরোয়ার্ড সুলায়মান সিলাও।
বরং উল্টো ব্যবধান দ্বিগুন করে নেয় সাইফ। প্রথমার্ধের অন্তিম সময়ে এবার ফয়সাল আহমেদ ফাহিমের কাছ থেকে বল পেয়ে একাই বক্সের দিকে ছুটে যান সাইফের নাইজেরিয়ান জন ওকোলি। দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে জোড়ালো শটে জালে জড়ান ওকোলি। ম্যাচের ৭৫ মিনিটে হেড করে গোল করেন সলোমন কিং কানফর্ম।
পরের মিনিটেই বদলি ফরোয়ার্ড নুরুল আবসার গোল করলে সমতা আসে ম্যাচে। তখনো মাচের নাটকীয়তা বাকি। ম্যাচের অন্তিম সময়ে ওমর জোবের একটি শট গিয়ে লাগে বক্সে দাঁড়ানো অধিনায়ক রিয়াদুল হাসান রাফির হাতে। পেনাল্টি পায় শেখ জামাল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন গাম্বিয়ান সলোমন কিং কানফর্ম। শেষে সাইফের জয় কেড়ে নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
বুধবার প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। বৃহস্পতিবার থেকে শুরু হবে ষষ্ঠ রাউন্ড।
এজেড/এমএইচ