ছবি : সংগৃহীত

করোনার আঘাতে যেন ভালোভাবেই আটকে গেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদানের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 

কোনোরকম লক্ষ্মণ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন পেরেজ। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। করোনা শনাক্ত করতে নিয়মিতই পিসিআর টেস্ট করছে রিয়াল মাদ্রিদ। গত শনিবার করোনা নেগেটিভ সনদ নিয়ে লা লিগায় লেভান্তের বিপক্ষে রিয়ালের ২-‌১ গোলে হারের ম্যাচে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।  

রিয়ালের মেডিকেল টিমের তত্ত্বাবধানে এখন আইসোলেশনে থাকবেন পেরেজ। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কোচ জিনেদিন জিদান। যে কারণে রিয়ালের সর্বশেষ দুই ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি তিনি। 

যদিও এখন করোনা নেগেটিভ জিদান। বুধবার থেকে দলের অনুশীলনেও যোগ দেবেন তিনি। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কাস্তিয়ার কোচ রাউল গঞ্জালেস। সর্বশেষ পেরেজের আগে করোনা আক্রান্ত হন নাচো ফার্নান্দেজ। 

এমএইচ/এটি