ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই অসংখ্য গোল ও রেকর্ডের পসরা। গত প্রায় দেড় যুগ অবিশ্বাস্য পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। সবাইকে ছাড়িয়ে এখন স্বীকৃত ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। 

কোপা ইতালিয়ায় ইন্টার মিলানের বিপক্ষে জোড়া গোল করে সর্বকালের গোলদাতার তালিকায় সবার ওপরে উঠে গেছেন সিআর সেভেন। স্বীকৃত ফুটবলে বর্তমানে তার গোল সংখ্যা ৭৬৩টি। তার চেয়ে বেশি গোল এখন আর নেই কারো। 

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে আগেই পেছনে ফেললেও এতোদিন তার সামনে ছিলেন অস্ট্রিয়ান-চেক রিপাবলিকান ফুটবলার জোসেফ বিকান। বুধবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে তাকেও ছাড়িয়ে গেলেন রোনালদো। পেলে এবং বিকানের গোলসংখ্যা ৭৬২টি।

যদিও পেলে ও বিকানের গোল সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তবে রোনালদোর গোল নিয়ে কোনো বির্তক নেই। স্পোর্টিং সিপির হয়ে ৩১টি, ম্যানইউর হয়ে ১১৮টি গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫১টি এবং জুভেন্টাসের হয়ে ১১১টি গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা ১০২টি।

এমএইচ/এটি