ইউরোপায় খেলার আগে মেসির স্মৃতি ফেরাল বার্সেলোনা
সেই গোলের পর মেসির উদযাপন/ফাইল ছবি
লিওনেল মেসির সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে গেছে গেল বছরের আগস্টেই। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের সঙ্গে বার্সেলোনার সম্পর্কটাও যেন শেষ হয়ে গেছে মেসি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই। মেসি তার সিনিয়র ক্যারিয়ারে কখনো খেলেননি ইউরোপা লিগে, মেসি চলে যাওয়ার চার মাস পরেই বার্সেলোনা নেমে গেছে ইউরোপের দ্বিতীয় সারির লিগে। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো সেই প্রতিযোগিতায় খেলতে নামার আগে আবারও সেই মেসির স্মৃতি ফিরিয়েছে বার্সা।
ইউরোপায় আজ রাতে বার্সেলোনার প্রতিপক্ষ ন্যাপোলি। ইতালির এই দলটির বিপক্ষে বার্সা সবশেষ খেলেছিল সেই ২০২০ সালে। সে বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় বার্সা মুখোমুখি হয়েছিল দলটির। তবে ফিরতি লেগ করোনার কারণে পিছিয়ে যায় আগস্ট পর্যন্ত। সেই ম্যাচে মেসির স্মৃতিই ফিরিয়েছে বার্সা।
বিজ্ঞাপন
সেই লড়াইয়ের প্রথম লেগে পিছিয়ে পড়েও অ্যান্টোয়ান গ্রিজমানের গোলে ১-১ গোলে ড্র করেছিল দলটি। এরপর বার্সাকে পরের ম্যাচে দারুণ এক জয় এনে দিয়েছিলেন মেসি। ক্লেমেন্ত লংলের গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মেসি পেয়েছিলেন দুর্দান্ত এক গোল।
প্রতিপক্ষের চ্যালেঞ্জের শিকার হয়ে মেসি পড়ে গিয়েছিলেন বক্সে, পেনাল্টি আবেদন না করে বল দখলে রাখলেন, উঠে কোনোক্রমে দাঁড়িয়ে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়েই ফারপোস্টে করে বসেছিলেন শট; আর গোল! আজ ন্যাপোলির বিপক্ষে মেসির সেই স্মৃতিটাকেই ফিরিয়েছে বার্সা। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সেই ম্যাচের ভিডিও।
বিজ্ঞাপন
আজ প্রতিপক্ষ সেই ন্যাপোলি হলেও বার্সেলোনার জন্য পরিস্থিতিটা বদলে গেছে খোলনলচে। মেসি নেই, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, যার ফলে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো ইউরোপায় খেলতে হচ্ছে দলটিকে। আজ ন্যু ক্যাম্পে ন্যাপোলি ম্যাচ দিয়ে সেই ভুলতে বসা সেই স্বাদটাই ফেরাবে দলটি।
এনইউ