‘আবাহনীর ভেন্যুতে’ ম্যাচ খেলার আবেদন কিংসের
১৮ ফেব্রুয়ারি ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বাগতিক হওয়ার আবেদনের শেষ দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের স্বাগতিক হওয়ার আবেদন করেছে। নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হলেও এএফসি কাপের জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে হোম করতে চায় কিংস।
ফ্লাডলাইট, পরিপূর্ণ গ্যলারি, আন্তর্জাতিক সব সুযোগ সুবিধাই রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এখন একমাত্র সিলেট স্টেডিয়ামই আন্তর্জাতিক মানের ফুটবল ভেন্যু। সিলেট জেলা স্টেডিয়াম প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হোম ভেন্যু।
করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সফরকারী দলকে কোয়ারেন্টাইন করতে হবে না। বাংলাদেশে পৌঁছানোর পর পরীক্ষায় নেগেটিভ আসলে দলগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। ১৮-২৪ মে টুর্নামেন্টের সময়-সূচি।
বিজ্ঞাপন
গত আসরেও সিলেটে স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেছিল কিংস। সেবার প্রথম দফায় আবেদন করেছিল নির্ধারিত সময়ের পর। টুর্নামেন্টের দিনক্ষণ বদল হলে এএফসি পুনরায় আবেদন চায়। তখন নির্ধারিত সময় করলেও এশিয়ান ফুটবল কনফেডারেশন মালদ্বীপের মালেকে এএফসি কাপের ভেন্যু হিসেবে বেছে নেয়।
চীনের দুঃখ হোয়াংহো নদী, তেমনি বসুন্ধরা কিংসের দুঃখ এএফসি কাপ। তাদের এএফসি কাপের অভিষেক হয়েছিল দুর্দান্ত। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সেবার টুর্নামেন্টই বাতিল হয়েছে। এরপরের বার এএফসি কাপে অংশ নিতে মালদ্বীপের বিমান ধরার কয়েক ঘণ্টা আগে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। মাস তিনেক পর টুর্নামেন্ট হলেও সেই টুর্নামেন্টে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে কিংস পরের রাউন্ডে যেতে পারেনি।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ