গত বছর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। বার্সেলোনা, স্পেনের জাতীয় ও অলিম্পিক দলের হয়ে করেছেন দারুণ পারফরম্যান্স। ওই ধারা ধরে রেখেছেন পেদ্রি গঞ্জালেস। এবার তো তাকে তরুণদের মধ্যে প্রতিভার দিক থেকে বিশ্বের সেরাই বললেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। 

রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচে বদলি হিসেবে খেলতে নামেন পেদ্রি। তাতেই মুগ্ধ করেন সবাইকে। ৪-১ গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায় বার্সাও। এরপরই তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন জাভি। মাত্র ১৯ বছর বয়সী ফুটবলারের এমন পারফরম্যান্সে খুশি তিনি।

জাভি বলেছেন, ‘সে বিরতি দেয়, হারায় না, দুই পায়ে ডমিনেট করে...পেদ্রি শ্রেষ্ঠ। সে যেটা করে, যেভাবে ঘুরে, তার গতি...এটা দুর্দান্ত। সে সর্বোচ্চ পর্যায়ে আছে। আর এখন তার বয়স মাত্র ১৯ বছর। পেদ্রির চেয়ে বড় প্রতিভা এখন বিশ্বে নেই। আপনার তাকে প্রশ্রয় দিতে হবে, সে ব্যবধান গড়ে দেয় খেলায়। তাকে পাওয়াটা দারুণ কিছু।’

এই ম্যাচে জোড়া গোল করেছেন আর্সেনাল থেকে জানুয়ারি দলবদলে বার্সেলোনায় আসা আবমেয়াং। তাকে নিয়ে জাভি বলেছেন, ‘সে পুরো ক্যারিয়াজুড়েই গোল করেছে। জায়গা মতো ঠিক সময়ে পৌঁছে যেতে পারে। সে ম্যাচিউর, বুদ্ধিমান, বিনয়ী ও ইতিবাচক। আমি তাকে পেয়ে আনন্দিত। এই দুইটা গোল তাকে আত্মবিশ্বাস দেবে।’

ভ্যালেন্সিয়া ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট এবং খুশি। প্রথম কয়েক মিনিট নেপোলি ম্যাচের মতো দুর্দান্ত ছিলাম না, কিন্তু এটা কার্যকর ছিল। আমরা জানি ভুগতে কেমন লাগে। দ্বিতীয়াের্ধে ভুগেছি, বিরতি দিয়েছি তবে শান্ত ছিলাম। প্রথমার্ধ ছিল খুব ভালো। ম্যাচটা কঠিন ছিল।’

এমএইচ