পাঁচ গোলের ম্যাচে কিংসের জয়
নিজেদের হোম ভেন্যুতে পয়েন্ট খোয়ানোর শঙ্কা জেগেছিল বসুন্ধরা কিংসের। শেষ পর্যন্ত রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনা ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসলো বসুন্ধরা।
আগামীকাল সিলেটে ঢাকা আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে পয়েন্ট হারালে এককভাবে শীর্ষে থাকবে বসুন্ধরা কিংস। আবাহনী মোহামেডানকে হারালে আবার দ্বিতীয় স্থানে চলে যাবে কিংস। ৫ ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট মাত্র এক।
ম্যাচের পাঁচ গোলের চারটিই প্রথমার্ধে। ২৭ মিনিটে রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণের কর্ণার কিক বক্সে পেয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান রবিনহো ঝলক দেখান। বসুন্ধরা কিংস একটি সংঘবদ্ধ আক্রমণ করে দুই দফা রহমতগঞ্জের ডিফেন্ডাররা গোললাইন ক্লিয়ার করেন। সেই আক্রমণেই মাসুক মিয়া জনির বাড়িয়ে দেয়া বল নিয়ে বক্সের বা প্রান্ত দিয়ে পোস্টের টপ কর্ণার দিয়ে বল জালে পাঠান রবিনহো।
বিজ্ঞাপন
৪৪তম মিনিটে লিড নেয় বসুন্ধরা। রবসন রবিনহোর লং পাসে বক্সে ডান পায়ে বল রিসিভ করেই দারুণ শটে গোলরক্ষক তুষারকে পরাস্ত করেন মিডফিল্ডার ইব্রাহিম। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফিলিপ আদজাকে নিজেদের বক্সে ফাউল করেন তারিক কাজী। রহমতগঞ্জের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সানডে চিজোবার এবার ম্যাচে সমতা এনে দেন।
বিরতির পর দুই দলই গোল বাড়ানোর চেষ্টা করে। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে মাঠে নামান। সেই ইয়াসিনই ম্যাচের জয়সূচক গোলটি করেন। ৭৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবিনহোর কর্নার থেকে বক্সে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসিন আরাফাত।
বিজ্ঞাপন
বক্সের মধ্যে কর্নার থেকে গোল করার দারুণ দক্ষতা এই ডিফেন্ডারের। ম্যাচে আবার সমতা আনার সুযোগ পেয়েছিল পুরান ঢাকার ক্লাব। ৮৮ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় রহমতগঞ্জের। বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন সানডে। তাকে দু’পাশ থেকে চেপে ধরেন দুই ডিফেন্ডার। কোন মতে পোস্ট লক্ষ্য করে শট নিয়ে হ্যাটট্রিকের সুযোগটি হাতছাড়া করেন এই নাইজেরিয়ান। ৯০ মিনিটে পোস্টের বেশ কাছ থেকে ডান পায়ের শট নেন ফিলিপ আদজা। তবে দারুণ দক্ষতায় বল আটকে দেন আনিসুর রহমান জিকো।
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটিই ম্যাচ। আগামীকাল রয়েছে দু’টি ম্যাচ। মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে শেখ রাসেল অন্য দিকে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এজেড/এমএইচ/এটি