ফুটবল খেলাই তার আসল কাজ। তবে মাঝেমধ্যে অভিনয়েও দেখা মেলে নেইমারের। ডিসি কমিকসের সুপার হিরোরা যে তার পছন্দ, সেটাও জানিয়েছেন আগেই। এবার তো ফ্রান্সে ব্যাটম্যানের প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন তিনি।

সোমবার রাতে ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন মার্কিন নায়ক রবার্ট পেটিনসন ও নায়িকা জো ক্রাবিটেজ। পেটিনসন ও ক্রাবিটেজ দুজনেই অভিনয় করেছেন ব্যাটম্যানে। তাদের সঙ্গে একই ছবিতে দেখা গেছে নেইমারকে। 

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্ট করেছেন নেইমার। একই অনুষ্ঠানে ব্যাটম্যানের পরিচালক ও হলিউডের অন্যতম সেরাদের একজন ম্যাট রেভেসের সঙ্গেও দেখা হয়েছে ব্রাজিলিয়ান তারকার। 

তিনি নেইমারের সঙ্গে পেটিনসন ও ক্রাবিটেজের আরও একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন। অনেক আগে থেকেই ব্যাটম্যানের ভক্ত নেইমার। চলতি মৌসুমের শুরুর দিকে নিজের চুলের কাটও সেভাবেই দিয়েছিলেন তিনি। 

এর আগে ২০১৬ সালে বার্সেলোনায় খেলার সময় একটি পার্টিতেও বিশেষ পোশাক পরে অংশ নিয়েছিলেন নেইমার। 

এমএইচ