২০১৪ সালে বাংলাদেশ ও নেপাল অনূর্ধ্ব ২৩ ফুটবল ম্যাচে সিলেটে উপচে পড়া দর্শক হয়েছিল। দর্শক এত ছিল যে টাচলাইনের কাছাকাছিও ছিল। এত দর্শক হওয়ায় ম্যাচ শুরু করতে বিলম্ব হয়েছিল। 

সেই সিলেটে আজ (বুধবার) দুই ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডানের ম্যাচ। গতকাল থেকে উঠে গেছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। ফলে আজ সিলেট স্টেডিয়ামে দর্শক আসতে কোনো বাঁধা নেই। কিন্তু বাফুফের দুরদৃষ্টির অভাবে সেটি হচ্ছে না।

সরকার কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিল ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ থাকবে না। বাফুফে এই বিষয়ে অবগত হওয়ার পরেও কোনো কার্যত ভূমিকা নেয়নি। অন্যদিকে ক্রিকেট বোর্ড চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার দিয়েছে। তারা আগে থেকে উদ্যোগ নিয়েছে। 

করোনা বিধিনিষেধের জন্য চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকার ছিল না। করোনা বিধিনিষেধ উঠে যাওয়ার পরের দিন সিলেটে ঢাকা আবাহনী ও মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি সম্পূর্ণ উন্মুক্ত থাকছে না। ফুটবলসংশ্লিষ্ট ও অল্প সংখ্যক দর্শক মাঠে গিয়ে ম্যাচ দেখার সুযোগ পাবেন। বাফুফে আগে থেকে ঘোষণা না দেওয়ায় এই ম্যাচের টিকিট ছাপানো হয়নি। সিলেট স্টেডিয়াম ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ হোম ভেন্যু হিসেবে ব্যবহার করলেও ব্যবস্থাপনায় বাফুফে। 

দুই দল অবশ্য দর্শকের দিকে মনোযোগ নেই। আবাহনীর কোচ ম্যারিও ল্যামোস নিজেদের হোম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে এককভাবে শীর্ষ ধরে রাখতে চান, ‘আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’ বিগত ম্যাচগুলোতে আবাহনীর নিয়মিত গোলদাতা ছিলেন ডোরিয়েল্টন। আজ তিনি ইনজুরির জন্য নেই তবে তার জায়গায় দলে ফিরছেন আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো। ইনজুরি থেকে ফিরে কতটুকু ফর্মে ফেরেন সেটাই দেখার বিষয়। 

মোহামেডান আবাহনীর চেয়ে শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে। এরপরও চমক দেখাতে চান মোহামেডানের কোচ শেন লেন, ‘গত লিগে আমরা দুই ম্যাচেই ড্র করেছিলাম। এবারও ভালো কিছু আশা করছি।’ ৪ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৮ আর আবাহনীর ১০। এক ম্যাচ বেশি খেলে বসুন্ধরা কিংস ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। 

বিকেল সাড়ে পাঁচটায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেট সিরিজ একই দিন হওয়ায় টি স্পোর্টস টেলিভিশনে সরাসরি ম্যাচটি সম্প্রচার করতে পারছে না। তাদের ইউটিউবে দেখা যাবে খেলা। 

এজেড/এমএইচ/এটি