জিমিদের খেলতে হবে আরেকটি বাছাই
এএইচএফ কাপ খেলার পর বাংলাদেশ হকি দল মে মাসের শেষে এশিয়া কাপ খেলার কথা। সেই টুর্নামেন্টের আগে আরো একটি টুর্নামেন্ট খেলতে হবে রাসেল মাহমুদ জিমিদের। থাইল্যান্ডের ব্যাংককে ৬ মে থেকে এশিয়ান গেমসের বাছাইয়ে খেলতে হবে বাংলাদেশকে।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ এই বাছাইয়ে অংশগ্রহণের বিষয় জানতে পেরে বিস্মিত, ‘আমরা তো জানি সরাসরি এশিয়ান গেমসে খেলব। এজন্য অলিম্পিকে অ্যাক্রিডিটেশন করা হয়েছে। এখন এশিয়ান হকি ফেডারেশন বলছে বাছাই খেলতে '৷ বাংলাদেশ জাতীয় দলের কোচ গোপীনাথানও অবাক হয়ে বলেন, ‘এএইচএফ কাপ থেকেই এশিয়ান গেমস ও এশিয়া কাপ যোগ্যতা নির্ধারণ হয়৷ আমরা এএইচএফ কাপ চ্যাম্পিয়ন হলাম। এখন আবার এশিয়ান গেমসের বাছাই খেলতে হবে।’
বিজ্ঞাপন
এশিয়ান হকি ফেডারেশনের সিইও তৈয়ব ইকরাম বাংলাদেশের এশিয়ান গেমসের বাছাইয়ে খেলার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘স্বাগতিক চীন ও এশিয়ার পাঁচ শীর্ষ র্যাংকধারী দল সরাসরি এশিয়ান গেমস খেলবে। বাংলাদেশের র্যাংকিং এশিয়ায় ৮। তাই বাছাই খেলতে হবে৷ বাছাই থেকে ৬ দল এশিয়ান গেমসে যাবে।’
মাত্র এক সপ্তাহের একটু বেশি ব্যবধানে খেলা অত্যন্ত কঠিন বলে মনে করেন তিনি, ‘ব্যাংককে খেলে এক সপ্তাহের মধ্যে জাকার্তায় যেতে হবে। তিন সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের অনেক ভ্রমণ ও খেলা খেলতে হবে যেটা কষ্টকর।’
বিজ্ঞাপন
এজেড/এটি