হঠাৎ বাতিল হকির ম্যানেজার!
৬-১৫ থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নেবেন জিমি-সারোয়াররা। সেই সফরের জন্য ১০ এপ্রিল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় ম্যানেজার হিসেবে তারেক এ আদেলের নাম মনোনীত হয়। হঠাৎ তাকে আজ (রোববার) ম্যানেজারের দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘সভাপতির অফিস থেকে আমার কাছে একটি অর্ডার এসেছে ম্যানেজার হিসেবে তার (তারেক আদেল) নাম বাদ দেয়া হোক।’ ফেডারেশনের অন্যতম নির্বাহী সদস্য তারেক আদেল ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি সম্পর্কে বলেন, ‘আজ আমাদের ফেডারেশনের সভাপতি মহোদয়ের প্রতিনিধি আমাকে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে। এর বেশি কিছু জানাননি এবং আমিও জানি না।’
বিজ্ঞাপন
জাতীয় দল বিকেএসপিতে অনুশীলন করছে। ম্যানেজারও তার দায়িত্ব পালন করছে। এমন সময় হঠাৎ সভাপতির অফিস থেকে এই বার্তা আসার কারণ জানেন না ভারপ্রাপ্ত সম্পাদক, ‘কি কারণে তাকে বাদ দেওয়া হলো এটা আমার জানা নেই। আগামীকাল গিয়ে এই বিষয়ে আলাপ করব।’
১০ এপ্রিল সভাপতির উপস্থিতিতেই জাতীয় দল ঘোষণা ও ম্যানেজারের বিষয়টি সিদ্ধান্ত হয় নির্বাহী কমিটির সভায়। নির্বাহী কমিটির সিদ্ধান্তের পর আকস্মিকভাবে ম্যানেজার বাতিলের ঘটনায় হকি অঙ্গনে আবার ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের হকিতে সংকট ও সমস্যা লেগেই থাকে। হঠাৎ এই ম্যানেজার বাতিলের ঘটনায় আবার নতুন এক সংকট তৈরি হলো।
বিজ্ঞাপন
বাংলাদেশ দল বিকেএসপিতে অনুশীলন করছে। আগামী মাসের শুরুর দিকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। থাইল্যান্ডে জিমি-সারওয়ারদের ম্যানেজার কে হবে সেটাই দেখার বিষয়। হকি সংশ্লিষ্টদের মতে, ম্যানেজার নিয়োগ; পরিবর্তন উভয় ক্ষেত্রে কমিটির সভা আবশ্যক।
এজেড/