অবশেষে আম্পায়ার লাকীর জার্মান যাত্রা
আগামী ১৮-২৩ আগস্ট জার্মানির ডুসেলডর্ফে অনূর্ধ্ব-২১ চার জাতি হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের জন্য আজ (মঙ্গলবার) মধ্যরাতে দেশ ছাড়বেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকী। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ইউরোপের টুর্নামেন্টে আম্পায়ারিং করতে যাচ্ছেন সেলিম।
গত মাসে জার্মানিতে আম্পায়ারিংয়ের আমন্ত্রণ পান সেলিম লাকী। আয়োজকরা আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা দিলেও যাতায়াত ব্যয় নিজেকেই বহন করতে হতো। এই ব্যয় বহনই সেলিমের জন্য কঠিন হয়ে ওঠে। পরবর্তীতে ঢাকা-ডুসেলডর্ফ-ঢাকার টিকিটে লাকীর প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। জার্মানি যাওয়ার আগে তিনি বলেন, ‘হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যরা আমাকে সহায়তা করেছে। একজন সহ-সভাপতিও আশ্বাস দিয়েছেন। তাদের এই সহায়তাতে চড়ামূল্যে টিকিট কেটেছি।’
বিজ্ঞাপন
টিকিটের চিন্তা দূর হওয়ায় এখন সেলিমের মনোযোগ আম্পায়ারিংয়ে। জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে ভারতও টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। নারী ও পুরুষ উভয় টুর্নামেন্ট হচ্ছে। টুর্নামেন্টে সেরা আম্পায়ারিংয়ের জন্য মুখিয়ে আছেন লাকী, ‘বাংলাদেশের কেউ কখনও ইউরোপে আম্পায়ারিং করেনি। আমিই প্রথম আমন্ত্রণ পেলাম। আমার সেরা পারফরম্যান্সটাই করতে চাই যেন আমাকে আবার ডাকে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি।’
সেলিম লাকী এশিয়ান হকি ফেডারেশনের এলিট প্যানেলে রয়েছেন। এশিয়ার অনেক শীর্ষ পর্যায়ের ম্যাচও পরিচালনা করেছেন তিনি। ভারত-পাকিস্তানের একাধিক ম্যাচ আম্পায়ারিং করার অভিজ্ঞতাও রয়েছে লাকীর।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস