সপ্তম স্থানের জন্য লড়বেন রিয়া-অর্পিতারা
ওমানের সালালায় ‘ফাইভ এ সাইড’ হকিতে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যদিও আজ (রোববার) গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ১০-৭ গোলে হেরেছে তারা। এই ম্যাচটি জিততে পারলে রিয়ারা ক্রসওভারে খেলতে পারতেন। সেখানে এলিট গ্রুপের মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ মিলত বাংলাদেশের।
হংকং চ্যালেঞ্জার গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল। গ্রুপের পাঁচ ম্যাচের সবকটিতেই তারা জিতেছে। শেষ ম্যাচে আজ বাংলাদেশ তাদের যথেষ্ট চাপে রেখেছিল। অনেক লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচটি ছিল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের। সেই ম্যাচে তাইপে জিতলে বাংলাদেশের গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে ক্রসওভারে খেলার সুযোগ থাকত। তবে জয় পাওয়ায় চ্যালেঞ্জ গ্রুপ থেকে হংকংয়ের সঙ্গে ক্রসওভার নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।
বিজ্ঞাপন
বাংলাদেশ নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে চার বছর পর। ফাইভ এ সাইড হকিতে তারা প্রথমবারের মতো অংশ নিয়েছে। প্রথম অংশ নিয়েই তিনটি ম্যাচ জিতে তাদের সক্ষমতা ও সম্ভাবনার বিষয়টি প্রমাণ করেছে। বাংলাদেশ চ্যালেঞ্জার গ্রুপে নয় পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় হয়েছে। আগামীকাল গ্রুপের চতুর্থ দল তাইপের বিপক্ষে রিয়া-অর্পিতারা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।
এশিয়ার এই প্রতিযোগিতা থেকে শীর্ষ তিনটি দল নারী হকি ফাইভ এ সাইড বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এশিয়ান হকি ফেডারেশন ভারত ও জাপানকে শীর্ষ দল ধরে নিয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ দিচ্ছে। মালয়েশিয়া এবং থাইল্যান্ডকে চ্যালেঞ্জার গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দলকে মোকাবেলা করে সেমির টিকিট নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস