বাংলাদেশে তৃতীয় বড় খেলা ও ফেডারেশন হিসেবে স্বীকৃত হকি। সেই হকি খেলোয়াড়দের রুটি-রুজির লিগ বরাবরই অনিয়মিত। ২০২১ সালের পর এবার হকি লিগের উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

আজ লিগ কমিটির সভায় প্রিমিয়ার হকি লিগের দলবদলের সিদ্ধান্ত হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হকি লিগের দলবদল। ফেব্রুয়ারি থেকে হকি টুর্নামেন্ট/লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্তও হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের পরিকল্পনা ছিল ২০২৩ সালেই লিগ আয়োজনের। সভায় এ নিয়ে আলোচনা হলেও ক্লাবগুলো নির্বাচনের পরেই খেলার মত দেয়। ৭ জানুয়ারি শেষ হয়েছে নির্বাচন। এক সপ্তাহের মধ্যেই হকি ফেডারেশনের লিগ কমিটি দলবদলের সিদ্ধান্তে পৌঁছেছে।

হকির অন্যতম শীর্ষ ক্লাব উষা ক্রীড়া চক্র। এই ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার ফেডারেশনেরও সহ-সভাপতি। নির্বাচনের আগে উষা ক্লাব দলবদলে অনীহা প্রকাশ করেছিল। এখন অবশ্য অনীহা নেই কোনো, 'আজকের সভায় উপস্থিত থাকতে পারিনি। তবে দলবদলের দিনক্ষণ জেনেছি। আমরা হকি ভিত্তিক ক্লাব। অবশ্যই নির্ধারিত সময়ে দলবদলে অংশগ্রহণ করব।'

২০ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতা দিয়ে এই বছর মাঠের খেলা শুরু হতে পারে।

এজেড/এইচজেএস