আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগের আনুষ্ঠানিক দলবদল। সেই দলবদলের আগের দিন হকির অন্যতম ক্লাব উষা ক্রীড়া চক্রের হকি কমিটির চেয়ারম্যান তারেক আদেল পদত্যাগ করেছেন। শুধু কমিটির চেয়ারম্যান নয় ক্লাবের সহ-সভাপতি পদ থেকেও ইস্তেফা নিয়েছেন এই সংগঠক।

উষা ক্রীড়া চক্রের ক্রীড়াঙ্গনে পরিচিতি হকির মাধ্যমেই। পুরান ঢাকার এই ক্লাবটি শুধু হকিই ( মাঝে মধ্যে হ্যান্ডবল) খেলে। সেই ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান দলবদল শুরুর আগের দিন পদত্যাগ করেছেন। যা ক্লাবের জন্য একটা বড় ধাক্কাই।

উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার ব্যাংকক (চিকিৎসাজনিত কারণে) থেকে ক্লাবের সহ-সভাপতি ও হকি কমিটির চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিগত কারণে সে পদত্যাগ করেছে। বিগত সময়ে ক্লাবে তার যথেষ্ট অবদান ছিল।’ উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার হকি ফেডারেশনের সহ-সভাপতিও। সদ্য সমাপ্ত হকি নির্বাচনে তারেক আদেল কাউন্সিলরশিপ পাননি। এ বিষয়ে রশিদ শিকদারের তেমন ভূমিকা ছিল না। উষা ক্রীড়া চক্র থেকে পদত্যাগের কারণ ব্যক্তিগত উল্লেখ করলেও ফেডারেশনের নির্বাচনে সৃষ্ট দূরত্বই মূল কারণ বলে ধারণা হকি সংশ্লিষ্টদের। 

হকিভিত্তিক ক্লাবে হকি কমিটির চেয়ারম্যানের পদত্যাগ আসন্ন দলবদলে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করলেন ক্লাবের সাধারণ সম্পাদক, ‘আমাদের দল গঠন অনেকটা শেষ পর্যায়ে। দেশি খেলোয়াড় সংগ্রহের পাশাপাশি আমরা বিদেশি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগও শুরু করেছি।’ সাধারণ সম্পাদক দেশে ফিরবেন ৮ ফেব্রুয়ারী। তত দিনে দলবদলের কার্যক্রমও শেষ। এই সময় সাধারণ সম্পাদকের দেশের বাইরে থাকায় কিছুটা সংকটও তৈরি হয়েছে।

এক সময় জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপকে দলে ভিড়িয়েছে উষা ক্রীড়া চক্র। অসীমের সঙ্গে পরিচিত মুখের মধ্যে রয়েছেন আরশাদ হোসেন, হাসান জুবায়ের নিলয়, সাদ্দাম (যুব হকির সর্বোচ্চ গোলদাতা )। ২০১৮ সালে দলবদল নিয়ে মনোমালিন্যে উষা প্রিমিয়ার লিগে অংশ নেয়নি। তাই তাদেরকে প্রথম বিভাগে নামিয়ে দেয়া হয়। ২০২১ সালে হকি প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে উষাকে ছাড়াই। গত বছর প্রথম বিভাগ লিগে উষা চ্যাম্পিয়ন হয়ে এবার প্রিমিয়ার লিগে আবার ফিরে এসেছে। 

উষা সব সময় শিরোপার জন্যই লড়েছে প্রিমিয়ারে। অর্ধ যুগ প্রিমিয়ারে ফিরে দল সম্পর্কে ক্লাবের ম্যানেজার ও সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেন, ‘আমরা ভালো দল গঠনের চেষ্টাই করেছি। খেলোয়াড় সংগ্রহে আমরা সন্তুষ্ট। আশা করি খেলায় এর প্রতিফলন হবে।’

উষা ক্রীড়া চক্রের ঘরের সন্তান হিসেবে পরিচিত দেশের শীর্ষ কোচ মামুনুর রশিদ। ২০২১ সালে উষা না খেলায় তিনি মেরিনার্সে কোচিং করান এবং দলকে চ্যাম্পিয়ন করেন। এই বছর উষা প্রিমিয়ারে ফিরলেও মামুনের উষায় ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মেরিনার্স দলবদল পেছানোর চিঠি দিলেও দল গঠনের কাজ শুরু করেছে। মোটামুটি  ভালো মানের দলই গড়ছে বলে জানা গেছে। দেশের অন্যতম দুই ঐতিহ্যবাহী দলের মধ্যে আবাহনীর দল গঠন পুরোপুরি চূড়ান্ত পর্যায়ে। মোহামেডান অনেকটা গুছিয়ে উঠে শেষের পথে।

এজেড/জেএ