হকির সংকট যেন কাটার নয়। একটির শেষ তো আরেকটি শুরু। লিগ শুরুর সময় নিয়ে ঘোর আপত্তি তুলেছে ঘরোয়া হকির অন্যতম পরাশক্তি উষা ক্রীড়া চক্র। ৮ মার্চের পরিবর্তে ৬ মার্চ থেকেই লিগ শুরুর দাবি জানিয়ে হকি ফেডারেশনের সভাপতি ও লিগ কমিটির সম্পাদককে চিঠি দিয়েছে পুরান ঢাকার ক্লাব উষা। 

উষা ক্রীড়া চক্র ২০১৮ সালে প্রিমিয়ার লিগের দলবদলে অংশগ্রহণ করেনি। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে প্রথম বিভাগে অবস্থান হয় ক্লাবটির। গত বছর প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে এবার প্রিমিয়ারে ফিরে এসেছে উষা। প্রথম বিভাগ থেকে ফিরে আসায় লিগের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস।

উষা ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার স্বাক্ষরিত চিঠিতে মেরিনার ইয়াংসকে বাড়তি সুবিধা প্রদান করতে ফেডারেশনের লিগ কমিটি লিগ শুরুর সময় পরিবর্তন এনেছে বলে উল্লেখ রয়েছে। উষা ক্রীড়া চক্রের দাবি, ‘৬ মার্চ উষার বিপক্ষে ম্যাচ খেললে মেরিনার্সের বিদেশি খেলোয়াড়রা (ভারতীয়) অংশগ্রহণ করতে পারবেন না। একটি ক্লাবকে সুবিধা প্রদান করতে লিগ কমিটি তাই লীগ পিছিয়ে ৮ মার্চ করা হয়েছে।’ 

অভিযোগের তির মেরিনার্সের দিকে 

উষা ক্রীড়া চক্র লিগ কমিটির সিদ্ধান্তকে তীব্র প্রতিবাদ এবং ন্যাক্করজনক হিসেবে আখ্যায়িত করেছে। পাশাপাশি ৮ মার্চ লীগ শুরুর সিদ্ধান্তকে সুষ্ঠ তদন্ত এবং সঠিক বিচার দাবি করেছে। এটি নিশ্চিত না হলে লিগ না খেলার হুমকিও রয়েছে চিঠিতে।

৩-৫ মার্চ খেলোয়াড়দের রিকভারির জন্য ছুটি দিয়েছে মেরিনার্স। মেরিনার্স  ও হকি সংশ্লিষ্ট সূত্রে খোজ নিয়ে জানা গেছে, ক্লাব কাপে অংশ নেয়া ভারতীয় খেলোয়াড়রা বাংলাদেশ ত্যাগ করেছেন। চার জনের মধ্যে দুই জন হয়তো আবার লিগ খেলতে পুনরায় বাংলাদেশে আসবেন। লিগ উপলক্ষ্যে নতুন খেলোয়াড়ও আনার পরিকল্পনা রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটির।

ক্লাব কাপ শেষ হওয়ার তিন দিন পর লিগ শুরু হওয়ার কথা। ২ মার্চ ক্লাব কাপ শেষ হয়েছে। সেই হিসেবে ৬ মার্চ লিগ শুরু হওয়ার কথা। সেই সিদ্ধান্ত থেকে সরার কারণ সম্পর্কে লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বলেন, ‘দুটি ক্লাব ছাড়া (আবাহনী ও উষা) বাকি নয় ক্লাব চেয়েছে ৮ মার্চ থেকে লিগ শুরু করতে। সম্পাদক হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতামতই প্রাধান্য দিতে দিয়েছি। এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। গতকাল সভাপতি মহোদয় এসেছিলেন ফাইনাল উপলক্ষ্যে। তাকে বিষয়টি অবহিত করার পর তিনি ৮ মার্চ থেকে শুরুর নির্দেশনা দিয়েছেন। এরপরই ফিক্সচার চূড়ান্ত হয়েছে। ’

দেশের হকির অন্যতম শীর্ষ ক্লাব উষা ক্রীড়া চক্র। লিগ শুরুর দিন চারেক আগে না খেলার হুমকি হকির জন্য অশনিসংকেত। এই প্রসঙ্গে লিগ কমিটির সম্পাদক বলেন, ‘আমি এখনো উষার চিঠি পাইনি। সন্ধ্যার দিকে ফেডারেশনে গিয়ে হয়তো পাব। তারা এ রকম বললে ফেডারেশন বিষয়টি দেখবে। তখন আমার একার পক্ষে তো মতামত বা সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়।’ উষার মতো আবাহনীও নাখোশ ৮ মার্চ লিগ শুরু নিয়ে। উষা আনুষ্ঠানিক চিঠি দিলেও আবাহনী অবশ্য এখনো চিঠি দেয়নি। 

মৌসুমের শুরুতে দলবদল পেছানোর অনুরোধ করেছিল মেরিনার্স। দলবদল পেছানোর দাবি করা মেরিনার্স নির্ধারিত সময়ে অংশগ্রহণ করেছে এবং ক্লাব কাপে চ্যাম্পিয়নও হয়েছে। লিগের সূচিতে পরিবর্তন না আনলে লিগ বর্জনের হুমকি দেয়া উষা শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

হকিতে ক্লাব-ফেডারেশন দ্বন্দ্ব নতুন কিছু নয়। যখন যার স্বার্থে হানি ঘটে, তখন তারা সোচ্চার। জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তি/ক্লাব স্বার্থকে বেশি প্রাধান্য পেতে দেখা গেছে হকিতে নানা সময়। বিস্ময়করভাবে সর্বশেষ হকি ফেডারেশনের নির্বাচনে আবাহনী-মোহামেডান-মেরিনার্স ও উষা এক হয়ে একক প্যানেল করেছিল। সেই ঐক্য ধীরে ধীরে নানা স্বার্থে বিচ্ছিন্নতার শুরু হয়েছে বলে ধারণা হকি সংশ্লিষ্টদের।

এজেড/জেএ