প্রিমিয়ার বিভাগ হকি লিগের চ্যাম্পিয়ন মেরিনার্স টানা কয়েকটি ম্যাচ বড় ব্যবধানে জিতেছে। আজ একটু প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিল অ্যাজাক্সের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত মেরিনার্স ৪-৩ গোলে অ্যাজাক্সকে হারায়।

৬ মিনিটেই দারুণ এক ফিল্ড গোলে অ্যাজাক্সকে লিড এনে দেন রাকিবুল হাসান। পরের মিনিটেই মেরিনার্সের অভিজ্ঞ ফরোয়ার্ড মাঈনুল ইসলাম কৌশিক ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন।

অ্যাজাক্স প্রথমে লিড নিলেও বাকি সময় আবার মেরিনার্স আধিপত্য বিস্তার করে। টানা তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের করে নেয়। ১৭ মিনিটে ভারতের অজয় যাদবের ফিল্ড গোলে ব্যবধান ২-১ করে। ২০ মিনিটে মেরিনার্সের আরেক ভারতীয় দীপকের ফিল্ড গোলে স্কোর ৩-১। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তারকা ডিফেন্ডার সোহানুর রহমান সবুজের গোলে স্কোরলাইন দাড়ায় ৪-১ ।

মেরিনার্স তিন গোলের ব্যবধান করলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি অ্যাজাক্স। ২৫ মিনিটে দলটির ভারতীয় সিলহেইবা লিশাম গোল করেন অ্যাজাক্সের হয়ে। ম্যাচের তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ মিনিটে অ্যাজাক্সের রাকিবুল হাসান গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে। হকিতে শেষ মিনিটে একাধিক গোলও সম্ভব। যদিও অ্যাজাক্স আর গোল করতে পারেনি। ৪-৩ স্কোরলাইনে খেলা শেষ হয়।

আগের ম্যাচে আজাদ স্পোর্টিং ৫-২ গোলে দিলকুশা স্পোর্টিংকে হারায়। রেলিগেশন এড়ানোর ক্ষেত্রে এই জয় বড় ভূমিকা রাখতে পারে।

এজেড/এইচজেএস