গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে হারায় সাদা-কালোরা। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে সাদা-কালোর হয়ে দ্বীন ইসলাম ইমন, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফায়জাল বিন সারি একটি করে গোল করেন। অপর দিকে মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি ও আবেদ উদ্দিন গোল করেও দলকে জেতাতে পারেননি।

লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স এই হারে লিগ শিরোপা রেসে খানিকটা পিছিয়ে পড়েছে। ঢাকা আবাহনী ৯ ম্যাচে ২৫ পয়েন্টে সবার উপরে। সমান ম্যাচে মোহামেডান ২৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে। একই সংখ্যয় খেলায় উষার ২২ ও মেরিনার্সের পয়েন্ট মাত্র ১৯। রাউন্ড রবিন লিগের মেরিনার্সের শেষ ম্যাচ আবাহনীর বিপক্ষে। আবাহনীকে শেষ ম্যাচে মেরিনার্স হারাতে পারলে সুপার সিক্স জমে উঠবে।

হকি লিগে বড় দলের ম্যাচ মানেই খেলায় ক্ষণে ক্ষণে বিরতি। আজকের ম্যাচও এর ব্যতিক্রম হয়নি। আম্পায়ারদেরও সিদ্ধান্ত নিতে ভিডিও আম্পায়ারের দ্বারস্থ হতে হচ্ছে বারংবার। এতে করে এক ঘণ্টার ম্যাচে সময় ব্যয় হচ্ছে আড়াই থেকে তিন ঘণ্টা। আজ মোহামেডান- মেরিনার্সের ম্যাচেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। শেষ কোয়ার্টার শেষ হতে সময় লেগেছে ৫৫ মিনিট। কথার যুদ্ধ ও হাতাহাতির ফাকে ফাকে খেলা অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে।

খেলার প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান (১-০)। দ্বিতীয় কোয়ার্টারের ২৭ মিনিটে সমতায় ফেরে মেরিনার্স। ফজলের হোসেন রাব্বির ফিল্ড গোলে ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার। তৃতীয় কোয়ার্টারের ৩৯ মিনিটে আবেদের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-২)। মিনিট তিনেক পর ফয়জাল বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে মোহামেডান (২-২)। ম্যাচের জয়সূচক গোলটি আসে চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে। মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন (৩-২)।

এজেড/এইচজেএস