ভারত ম্যাচে অর্পিতার গোলই প্রাপ্তি বাংলাদেশের
ক্রিকেটে আজ ভারতের বেশ বাজে দিন ছিল। নারী, যুব ও সিনিয়র পুরুষ তিন ধরনের ক্রিকেটেই হেরেছে ভারত। রাতে ক্রিকেটের ব্যর্থতা খানিকটা মোচন হয়েছে হকিতে। ওমানের মাসকটে অনূর্ধ্ব-২১ মহিলা এশিয়া কাপ হকিতে ভারত ১৩-১ গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশক হারিয়েছে।
বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের খেলা হলেও বাংলাদেশের খেলোয়াড়দের গড় বয়স ১৬। অভিজ্ঞতা-সামর্থ্যে চীন-ভারতরে চেয়ে অনেক পিছিয়ে। গতকাল চীনের কাছে ১৯-০ গোলে হেরেছিল।
বিজ্ঞাপন
আজ দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ব্যবধান কমানোর পাশাপাশি একটি গোল করেছে। অধিনায়ক অর্পিতা পাল প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। পুরো ম্যাচে বাংলাদেশের এটিই প্রাপ্তি।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের অর্ধে বল। প্রথম ৮ মিনিট ভারতকে গোল করতে দেয়নি বাংলাদেশ। এরপর অবশ্য আর বাধ ধরে রাখতে পারেনি। বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে ভারত টানা দু'টি গোল আদায় করে। প্রথম কোয়ার্টারে ভারত পেনাল্টি স্ট্রোক পেলেও গোল করতে পারেনি। ভারত তিন গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পায়। প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল করে খেলায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয় বাংলাদেশ। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে ভারতের আধিপত্য ততই বেড়েছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরো দুই গোল যোগ করে। ৫-১ স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে তিনটি ও শেষ কোয়ার্টারে পাঁচ গোল করলে ভারত ১৩-১ গোলের বিশাল জয় নিয়ে টার্ফ ছাড়ে। বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের প্রাপ্তি একটি গোল ও আগের ম্যাচের চেয়ে কম ব্যবধানে পরাজয়।
আগামীকাল বাংলাদেশের ম্যাচ নেই। পরশু দিন থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন অপির্তারা। ঐ ম্যাচে অবশ্য জয়ের সম্ভাবনা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।
এজেড/এইচজেএস