বাংলাদেশ অ-২১ হকি দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপের জন্য ডাচ কোচ সিগফ্রেড অ্যাকম্যানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। আজ সেই ডাচ কোচ ঢাকায় এসেছেন। 

সাম্প্রতিক সময়ে ফুটবল ফেডারেশনের মতো হকি ফেডারশেনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক পেজে প্রকাশ করেছে। অ-২১ দলের বিশ্বকাপ কোচের আনুষ্ঠানিক ঘোষণাও এভাবে দিয়েছে। বিশ্বকাপের জন্য ডাচ কোচ অ্যাকম্যানকে নিয়োগ দিচ্ছেন ফেডারশেন এটা অনুমেয়ই ছিল। আজ সেই আনুষ্ঠানিকতাপূর্ণ হয়েছে। 

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘অ্যাকম্যান বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে হকি ফেডারেশনের আনুষ্ঠানিক চুক্তি হবে। ১ সেপ্টেম্বর থেকে তিনি মূলত কাজ শুরু করবেন বিশ্বকাপ অব্দি পর্যন্ত।’ বিদেশি কোচের আগমন উপলক্ষ্যে ফেডারেশন ৩ আগস্ট রোববার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। এর আগেই হয়তো দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে।

যুব বিশ্বকাপের জন্য হকি ফেডারেশন বিদেশি কোচ খুজছিল। অনেক কোচের মধ্যে ডাচ কোচকে বেছে নেয়ার কারণ সম্পর্কে ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন, ‘তার বাংলাদেশ হকির সম্পর্কে জানাশোনা রয়েছে। ওমান এবং এশিয়াতেও কাজ করেছে। আমাদের সামর্থ্যের মধ্যে তিনি সেরা বিকল্প হওয়ায় তাকে নির্বাচন করা হয়েছে।’

যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হয়েছে। দুই স্থানীয় কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব ট্রেনিং করাচ্ছেন। ডাচ কোচ অ্যাকম্যান স্থানীয় কোচ ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করবেন। আগস্ট মাসের অনুশীলন প্ল্যানও তিনি দেবেন। সেপ্টেম্বর থেকে নিজে অনুশীলন করানো শুরু করবেন।

এজেড/এএল