সাত পাকে বাঁধা পড়ছেন অসীম
অসীম কুমার গোপ। ফাইল ছবি
জাতীয় হকি দলে গোলবারের নিচে আস্থার নাম অসীম কুমার গোপ। আন্তর্জাতিক অনেক ম্যাচে তার বীরত্বে জিতেছে বাংলাদেশ দল। জাতীয় দলের আর্মব্যান্ডও অনেকবার উঠেছে তার হাতে। ক্যারিয়ারের অধিকাংশ সময় আবাহনীতে খেলায় শেখ কামাল স্বর্ণপদক পুরস্কারও পেয়েছেন এই গোলরক্ষক। অনেক অপেক্ষার পর এবার অসীম নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন।
অসীমের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জে। অসীমের হবু স্ত্রীর বাড়ি ভৈরব। ১৮ জানুয়ারি হবিগঞ্জে আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন জাতীয় হকি দলের অন্যতম এই তারকা। স্ত্রীর নাম ও ছবি ১৮ জানুয়ারি প্রকাশ করবেন অসীম। হকি দলের সাবেক এই অধিনায়ক এখন ক্যাম্পে রয়েছেন। বিয়ের জন্য ছুটি চেয়েছেন জাতীয় দলের কোচ মাহবুব হারুনের কাছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমাদের সনাতন ধর্মে লগ্নের বিষয় থাকে বিয়েতে। ক্যাম্প শুরুর আগেই বিয়ে করতে চেয়েছিলাম। লগ্ন না থাকায় পিছিয়েছে। আমাদের খেলা মার্চের ১১ তারিখ। এখনো অনেক দেরি আছে। আমি সপ্তাহ খানেক ছুটি চেয়েছি কোচের কাছে। ক্যাম্প না থাকলে হকি অঙ্গনের অনেক বন্ধুরাই উপস্থিত হতো আমার অনুষ্ঠানে।’
বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে। আমার হবু স্ত্রী জিল্লুর রহমান কলেজে ব্যবস্থাপনায় অনার্স চতুর্থ বর্ষে পড়ছে।’
বিজ্ঞাপন
অসীমের ছুটি প্রসঙ্গে হকি কোচ মাহবুব হারুন বলেন, ‘অসীম আমার কাছে আবেদন জানিয়েছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমরা ছুটি দেই। অসীমও পাবে। কয়দিনের ছুটি দেব সেটা টিম ম্যানেজম্যান্ট ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই দেব।’
অসীমের ছুটির চেয়ে ফেডারেশন করোনা ইস্যুকে গুরুত্ব দিচ্ছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর সঙ্গে করোনা ঝুঁকির বিষয়টিও দেখছি। ক্যাম্পের বাইরে গেলে আবার তাকে নেগেটিভ রিপোর্ট নিয়েই ফিরতে হবে।’
এজেড/এমএইচ