নির্বাচনে ভোট পড়েনি, ফলে আইন অনুসারে ব্যাডমিন্টনে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ/সংগৃহীত

২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের ছিল। সেই নির্বাচনে কোনো ভোট পড়েনি। যা ক্রীড়াঙ্গনের ইতিহাসে নজিরবিহীন। নির্বাচন পরিত্যক্ত হওয়ার এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করেছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া শাহ আলম সরদারকে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। সাত সদস্যের কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফজলে এলাহী, কাজী নজরুল ইসলাম, সৈয়দা তসলিমা আক্তার, মাহমুদ হোসেন খান দুলাল ও নিয়াজুল হাসান। সভাপতি হিসেবে সাবেক সচিব ড. আব্দুল মালেক রয়েছেন। 

মাহমুদ হোসেন খান দুলাল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রকাশিত পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদকের দায়িত্বে ২৫ বছর। জাতীয় ক্রীড়া পরিষদের অনেক কর্মকর্তা অনেক ফেডারেশনে থাকলেও এই সব্যসাচী ক্রীড়া লেখকের কোনো ফেডারেশনের কমিটিতে অন্তর্ভুক্ত এই প্রথম। 

জাতীয় ক্রীড়া পরিষদ ব্যাডমিন্টন নির্বাচনে দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছে। শেষ মুহূর্তে নির্বাচনের পুনঃতফসিলের আবদার গ্রহণ না করে নির্বাচন করেছে। নির্বাচনে কেউ অংশ না নেয়ায় ২০১৮ সালের এনএএসি অ্যাক্টের ২১ ধারা বলে ব্যাডমিন্টনের কোনো পক্ষের লোক না নিয়ে সরকারি কর্মকর্তা দিয়ে অ্যাডহক কমিটি করেছে। সামগ্রিক পরিস্থিতিতে এনএসসি সঠিক পদক্ষেপ নিয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। 

এজেড/এনইউ