১২ দল নিয়ে বঙ্গবন্ধু আন্তঃজেলা ভলিবল
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা আগামী ১০-১৬ ফেব্রুয়ারি পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করবেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি।
এই প্রতিযোগিতায় চার গ্রুপে ভাগ হয়ে ১২টি দল অংশগ্রহণ করছে। প্রতি গ্রুপে চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে। ‘ক’ গ্রুপে রয়েছে সাতক্ষীরা, গাজীপুর ও কুমিল্লা। ‘খ’ গ্রুপে নড়াইল, বগুড়া ও পঞ্চগড়। ‘গ’ গ্রুপে ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়া। ‘ঘ’ গ্রুপে দিনাজপুর, পটুয়াখালী ও সিলেট জেলা অংশগ্রহণ করছে।
বিজ্ঞাপন
চূড়ান্ত পব উপলক্ষ্যে সোমবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এড. ফজলে রাব্বি বাবুল।
ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘করোনার জন্য জেলার সংখ্যা কিছুটা কম। সংখ্যা কিছুটা কম হওয়ায় মানের দিক থেকে ভালো প্রতিযোগিতা হবে।’
বিজ্ঞাপন
এজেড/টিআইএস